Tuesday, April 8, 2025
Homeবিনোদনবিমানবন্দরে স্বর্ণসহ টিভি অভিনেত্রী আটক!

বিমানবন্দরে স্বর্ণসহ টিভি অভিনেত্রী আটক!

 

 

বিনোদন প্রতিবেদক :

 

দুবাই থেকে আসা একটি ফ্লাইটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশী নাট্যাভিনেত্রীসহ দুই যাত্রীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৭৩৩ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে বলে জানা গেছে। তাদের দুজনের কাছ থেকে আটককৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৬৮ লাখ ৯৬ হাজার ৪৬২ টাকা।

 

আজ শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে চট্টগ্রাম বিমানবন্দর টিম ও শুল্ক গোয়েন্দা যৌথভাবে বিজি – ১৪৮ ফ্লাইটের উড়োজাহাজে তাদের তল্লাশির মাধ্যমে এই সব স্বর্ণ জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল। আটক দুই যাত্রী হলেন নাট্যাভিনেত্রী অনামিকা জুথী। তার বাড়ি ঢাকার মিরপুর। অপরজন হলেন চট্টগ্রাম রাউজানের মোহাম্মদ রায়হান ইকবাল।

 

জনসংযোগ কর্মকর্তা জানান, আটক দুই যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি – ১৪৮ নং ফ্লাইটে দুবাই – চট্টগ্রাম – ঢাকাযোগে দুবাই হতে সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

 

এতে প্রথম যাত্রী অনামিকা জুথী তার দুই হাতে চুড়িগুলো স্কচটেপ দিয়ে আটকিয়ে এবং চেইনগুলো তাদের গলায় সুকৌশলে লুকিয়ে বহন করছিলেন। এছাড়া স্বর্ণালংকারগুলো তারা তাদের হাতব্যাগে বহন করছিলেন। এতে চুড়ি, চেইন ও হোয়াইট গোল্ডের চেইনসদৃশ নিখাঁদ স্বর্ণ (৫৪৩ গ্রাম, ২৪ ক্যারেট) এবং ১৯০ গ্রাম স্বর্ণালংকারসহ (২২ ক্যারেট) মোট ৭৩৩ গ্রাম স্বর্ণ পাওয়া যায়।

 

অভিযানের নেতৃত্বে থাকা কাস্টম হাউস কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া স্বর্ণ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হচ্ছে। আটক যাত্রীদের এভিয়েশন রুল অনুযায়ী ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রেরণ করা হয়েছে। যেহেতু তারা ঢাকার যাত্রী ছিলেন।

 

এই বিষয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ঢাকায় তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। প্রায়শই মধ্যপ্রাচ্যে দুজনেই যাতায়াত করেন। এছাড়া মহিলা যাত্রী বাংলাদেশের নাট্যাঙ্গনে নিয়মিতভাবে অভিনেত্রী হিসেবে কাজ করেন বলে পরিচয় দিয়েছেন।

 

বিপুল পরিমাণ স্বর্ণসহ আটক যাত্রী টিভি অভিনেত্রী অনামিকা জুথী’র দাবি – ভুল তথ্য ছড়ানো হচ্ছে। তাকে আটক করা হয়নি। স্বর্ণালংকারের ট্যাক্স দিয়ে তিনি বাসায় ফিরবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments