Wednesday, April 2, 2025
Homeরাজনীতিবিএনপিকমলগঞ্জে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কমলগঞ্জে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক,

 

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ভানুগাছ খাদ্য গুদাম সড়কে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুর রহমান ময়ূনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী।

 

জাতীয়তাবাদী দল বিএনপির জেলা আহ্বায়ক কমিটির সদস্য স্বাগত কিশোর দাস চৌধুরীর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম নাসের রহমান, মুজিবুর রহমান (হাজী মুজিব), মহসিন মিয়া মধু, মৌলভী ওয়ালি সিদ্দিকী, মিজানুর রহমান, আব্দুল মুকিত, মোশারফ হোসেন বাদশা, বকশী মিছবা, হেলু মিয়া, আবেদ রাজা, আশিক মোশারফ, আতাউর রহমান, দুরুদ মিয়া,মোয়াজ্জেম হোসেন মাতুক প্রম‍ুখ।

 

কর্মী সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া শফি, সাধারণ সম্পাদক আবুল হোসেন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ইকবাল পারভেজ চৌধুরী ও সাবেক বিএনপি সদস্য পতনঊষার ইউনিয়নের চেয়ারম্যান অলি আহমেদ খাঁন।

 

এ সময় কর্মী সমাবেশে কমলগঞ্জ উপজেলা পৌরসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীর‍া উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments