Friday, April 4, 2025
Homeসিলেট বিভাগসিলেটসিলেটে বসতবাড়ির তা*লা ভে*ঙে স্বর্ণালঙ্কারসহ টাকা লু*ট

সিলেটে বসতবাড়ির তা*লা ভে*ঙে স্বর্ণালঙ্কারসহ টাকা লু*ট

সিলেট প্রতিনিধি,

 

কমিউনিটি সেন্টারে বোনের বিয়ের কার্যক্রম শেষে বাড়ি ফিরে দেখি বসতঘরে লাগানো তালা ভেঙে নগদ টাকা-স্বর্ণালঙ্কারসহ ৪টি পরিবারের মালামাল লুট করা হয়েছে। সিলেটের বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের ধীতপুর গ্রামের আসর উল্লার পুত্র ব্যবসায়ী হেলাল মিয়া (৩০) এমনটি দাবি করেছেন।

 

শুক্রবার বিকেল ২টা থেকে ৩টার মধ্যে তাদের বাড়িতে ওই ডাকাতির ঘটনাটি ঘটেছে বলে ধারণা করছেন ব্যবসায়ী হেলাল মিয়া। এদিকে ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছে। তবে দিন-দুপুরে এমন ডাকাতির ঘটনায় সর্বত্র চরম আতঙ্ক বিরাজ করছে।

 

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী হেলাল মিয়া জানান, শুক্রবার (৬ ডিসেম্বর) পৌর শহরের আনিকা কমিউনিটি সেন্টারে তার (হেলাল) এক বোনের বিয়ে ছিল। বিয়ের অনুষ্ঠানে বাড়ির চারটি পরিবারের লোকজনের সবাই গিয়ে ছিলেন কমিউনিটি সেন্টারে। ফলে বাড়িটি হয়ে পড়ে লোকশূন্য। আর বাড়িটি লোকশুন্য থাকায় ব্যবসায়ীর বাড়ির চারটি পরিবারের বসতঘরের তালা ভেঙে সর্বস্ব লুট করে নিয়ে গেছে ডাকাত দল।

 

ব্যবসায়ী হেলাল মিয়া আরোও জানান, ডাকাত দল তার (হেলাল) ঘরে থাকা ৪ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৪ লাখ টাকা, দামি কাপড়, তার চাচাতো ভাই আইয়ব আলীর (৬৫) ঘরে থাকা নগদ ৩ হাজার টাকা, কাপড় ও আরেক চাচাতো ভাই তঞ্জব আলীর ঘরে থাকা প্রায় ২০ হাজার টাকা, কাপড় এবং জামাল মিয়ার ঘরে থাকা প্রায় ১৫ হাজার টাকা, কাপড় লুট করে নিয়ে গেছে।

 

এ ব্যাপারে বিশ্বনাথ থানার ওসি রুবেল মিয়া জানান, এটা ডাকাতি নয়, চুরির ঘটনা। তবে বিষয়টি অনেক বড় ধরনের। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments