সিলেট প্রতিনিধি,
এবার সিলেট জেলায় ২৭৩ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
এ সময় মদন মোহন কলেজের শিক্ষার্থী আকতার হোসেনকে আহ্বায়ক, সিলেট আলিয়া মাদরাসার শিক্ষার্থী নুরুল ইসলামকে সদস্য সচিব, সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী মালেকা খাতুন সারাকে মুখপাত্র ও এমসি কলেজের শিক্ষার্থী নাইম শেহজাদকে মুখ্য সংগঠক করে ২৭৩ সদস্য বিশিষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এমসি কলেজ, সিলেট সরকারি কলেজ, সিলেট সরকারি মহিলা, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, লিভিং ইউনিভার্সিটি, মদন মোহন কলেজ, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, নর্থ ইস্ট মেডিকেল কলেজ, সিলেট ওসমানী মেডিকেল কলেজ, সিলেট আলিয়া মাদরাসা, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটসহ সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্থান পেয়েছেন।