Friday, April 4, 2025
Homeসিলেট বিভাগসিলেটবিয়ানীবাজার সী*মা*ন্তে অনু*প্রবেশ*কালে নারী-শিশুসহ আ ট ক ৫

বিয়ানীবাজার সী*মা*ন্তে অনু*প্রবেশ*কালে নারী-শিশুসহ আ ট ক ৫

 

নিজস্ব প্রতিবেদক,

 

সিলেটের বিয়ানীবাজার উপজেলার ভারত সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তিন নারী ও এক শিশুসহ পাঁচজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বিজিবির ৫২ ব্যাটালিয়ন।

 

আটককৃতরা হলেন—যশোর জেলার বেনাপোল উপজেলার কাদমারী গ্রামের মিন্টু শেখের স্ত্রী মোছা. আয়শা খাতুন (৩৭), একই এলাকার লাল মিয়ার স্ত্রী রোকসানা খাতুন (৪০), ব্রাক্ষণবাড়িয়া এলাকার বাদশা শেখের স্ত্রী মোছা. রুমানা (২১), মৃত মুসা শেখের ছেলে মো. বাদশা শেখ (২৭) এবং বাদশা শেখের ছেলে মো. মাহদী ইসলাম (৩)।

 

প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বৃহস্পতিবার ভোরে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধীন বড়গ্রাম বিওপিতে নায়েক মো. রাজু আহমেদের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলারের (১৩৫৯/৫) নিকট দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করার সময় শূন্য রেখা হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝারাপাতা নামক স্থান থেকে তাদের আটক করে।

 

জিজ্ঞাসাবাদে তারা জানান, দালালের মাধ্যমে গত ৩ ডিসেম্বর কুমিল্লার বাগরা সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং ত্রিপুরা থেকে বাসে গৌহাটি যাবার পথে কাস্টমস চেকপোস্টে ভারতীয় পুলিশের হাতে ধরা পড়েন। এর দুই দিন পর আজ বৃহস্পতিবার বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি তাদের আটক করে।

 

বিয়ানীবাজারে অবস্থিত বিজিবি ৫২ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. মেহেদী হাসান, পিপিএম বলেন ভারত থেকে বৈধ কাগজপত্র ছাড়া বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments