জেলা প্রতিনিধি,
হবিগঞ্জের বাহুবল উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ৬ জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূ্ত্রে জানা যায়, জেলার বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মুগকান্দি নামক স্থানে দুটি বাস এক সঙ্গে অভারটেক করতে গেলে বিপরীত পাশ দিয়ে আসা একটি সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এতে সিএনজিতে থাকা ড্রাইভারসহ ৫-৬ জন যাত্রী আহত হন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা য়ায়। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহত ওসমান গনি বাহুবল উপজেলার পুটিজুরি গ্রামের মো. কাওসার মিয়ার ছেলে।