Friday, April 4, 2025
Homeসিলেট বিভাগসুনামগঞ্জসুনামগঞ্জে ১২৫ বস্তা রসুন ভারতে পাচারের চেষ্টা, যেভাবে ধরল পুলিশ

সুনামগঞ্জে ১২৫ বস্তা রসুন ভারতে পাচারের চেষ্টা, যেভাবে ধরল পুলিশ

 

সুনামগঞ্জ প্রতিনিধি,

 

সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১২৫ বস্তা রসুনসহ এক চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন সুনামগঞ্জ ডিবি পুলিশের এসআই মোহাম্মদ আব্দুল বাতেন। তার সঙ্গে ছিলেন এএসআই মো. শরীফ মিয়া, কনস্টেবল কাওছার আহমেদ এবং কনস্টেবল আদিলুর রহমান।

 

গ্রেফতারকৃত ব্যক্তি ফালু মিয়া (২৭) দোয়ারাবাজার থানার কুশিউরা গ্রামের বাসিন্দা।

 

গোপন সংবাদের ভিত্তিতে গত ৩ ডিসেম্বর রাতে ডিবি পুলিশ দোয়ারাবাজার থানাধীন শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালায়। অভিযানে প্রায় ২ হাজার ৫০০ কেজি (১২৫ বস্তা) রসুন ও একটি ট্রাক জব্দ করা হয়। জব্দকৃত রসুনের আনুমানিক বাজার মূল্য ৫ লাখ টাকা।

 

গ্রেফতারকৃত ব্যক্তি বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে রসুন সংগ্রহ করে অবৈধভাবে ভারতে রফতানির চেষ্টা করছিলেন। তবে রফতানি সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র তিনি প্রদর্শন করতে পারেননি। শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে রসুন ভারতে পাঠানোর পরিকল্পনা করা হয়েছিল। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দোয়ারাবাজার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত ফালু মিয়াকে আদালতে সোপর্দ করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments