Thursday, December 5, 2024
Homeবিনোদনইউনুসকে চিকিৎসা সহায়তা দিলেন অভিনেত্রী মুক্তি!

ইউনুসকে চিকিৎসা সহায়তা দিলেন অভিনেত্রী মুক্তি!

বিনোদন প্রতিবেদক :

দেশীয় চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি। তিনি গৌতম ঘোষের ‘পদ্মা নদীর মাঝি’ চলচ্চিত্রে অভিনেত্রী চম্পার মেয়ে গোপী চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষিক্ত হয়েছিলেন। এরপর ‘চাঁদের আলো’ নামের একটি ছবিতে প্রথম নায়িকার চরিত্রে অভিনয় করেন মুক্তি। জনপ্রিয় লেখক ও পরিচালক হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ ছবিতে জমিদারের নাতনির চরিত্রে অভিনয় করে মন জয় করে নেন দর্শকদের।

 

এরপর চাষী নজরুল ইসলামের ‘হাসন রাজা’ ছবিতেও অভিনয় করেন মুক্তি। অতঃপর আরও কয়েকটি ছবিতে অভিনয় করার পর বাবা-মায়ের অসুস্থতার জন্য আর বড় পর্দায় দেখা মেলেনি অভিনেত্রীর। বর্তমানে অসুস্থ মায়ের দেখভাল করছেন তিনি। তবে অভিনয়ে না থাকলেও চলচ্চিত্র সংশ্লিষ্ট আয়োজনে পাওয়া যায় মুক্তিকে। পাশাপাশি নিয়মিত সামাজিক কাজে দেখা মেলে। সেই ধাবাহিকতায় এবার ক্যানসার আক্রান্ত ইউনুস মিয়ার চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন এই অভিনেত্রী।

 

গেলো ২৮ নভেম্বর একটি গণমাধ্যমে অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না ক্যানসারে আক্রান্ত ইউনুস মিয়ার শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর তা অভিনেত্রী মুক্তির দৃষ্টিতে পড়ে। এরপর তিনি প্রতিবেদকের সঙ্গে যোগাযোগ করে ক্যানসার আক্রান্ত ইউনুস মিয়ার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করেন।

 

এই বিষয়ে মুক্তি বলেন, আমরা মানুষ একে অন্যের বিপদে পাশে দাঁড়াব এটাই স্বাভাবিক। সংবাদটি যখন আমি দেখি তখনই আমি মনস্থির করি আমার সাধ্যমতো তাকে সহযোগিতা করব। সবার প্রতি আহ্বান থাকবে বিপদে মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার। হয়তো আপনার আমার একটু সহযোগিতাই বদলে দিতে পারে তাদের জীবন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments