Thursday, December 5, 2024
Homeসিলেট বিভাগসিলেটসিলেটে ভা*রতীয় পণ্যসহ দুই চো*রা*কার*বারি আ ট ক

সিলেটে ভা*রতীয় পণ্যসহ দুই চো*রা*কার*বারি আ ট ক

 

সিলেট প্রতিনিধি,

 

সিলেট শহরতলীর শাহপরাণ থানার বটেশ্বর এলাকা থেকে ভারতীয় চোরাই চিনি, সুপারিসহ দুই চোরাকারবারিকে আটক করেছে মহানগর পুলিশ। এ সময় চোরাচালানে ব্যবহার করা একটি ডিআই পিকআপ জব্দ করা হয়।

 

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ওই এলাকার জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলের সামনে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

 

আটকরা হলেন- গোয়াইনঘাট থানার কামাল উদ্দিনের ছেলে মো. বদিউজ্জামান (৩১) ও একই এলাকার ময়না মিয়ার ছেলে বদরুল আলম (৩৪)।

 

পুলিশ জানায়, সকালে একটি ডিআই পিকআপে অবৈধভাবে আনা ৫৩ বস্তা ভারতীয় চিনি ও ২ বস্তা ভারতীয় সুপারি পাওয়া যায়। এ সময় দুই চোরাকারবারিকে আটক করে পুলিশ।

এছাড়া চোরাচালানে ব্যবহার করা একটি ডিআই পিকআপ জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ১৬ হাজার টাকা।

 

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments