Thursday, December 5, 2024
Homeধর্মদোয়ারায় দফায় দফায় কোরআন অ*বমাননা*কারী আকাশের ফাঁ*সি*র দাবিতে প্রতি*বাদ, বি ক্ষো ভ...

দোয়ারায় দফায় দফায় কোরআন অ*বমাননা*কারী আকাশের ফাঁ*সি*র দাবিতে প্রতি*বাদ, বি ক্ষো ভ মিছিল ও পথসভা হয়  

 

স্টাফ রিপোর্টার,

ফেসবুকে পবিত্র আল কোরআন অবমাননার প্রতিবাদে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার আকাশ দাসের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল এবং পথসভা করেছেন ইসলামি তাওহীদি জনতা।

বুধবার (৪ ডিসেম্বর) বেলা ৬: ৩০ এর দিকে এ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাংলা বাজার ইউনিয়নের হকনগর বাজারের মেইন পয়েন্টে প্রতিবাদ ও পথসভা এবং বিক্ষোভ করেছেন সর্বস্তরের তাওহীদি জনতা। হকনগর এলাকার মুসলিম তাওহীদি জনতার উদ্যোগে পবিত্র আল কোরআন অবমাননার প্রতিবাদে দোয়ারাবাজার উপজেলার প্রফুল্ল দাস এর ছেলে আকাশ দাসের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে এক প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এর আগে মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে উপজেলার মংলার গাঁও গ্রামের প্রফুল্ল দাসের ছেলে আকাশ দাস তার ফেসবুকের টাইম লাইনে পবিত্র কোরআন শরিফের ওপর পা রাখার ছবি পোস্ট দেয়। এতে বিক্ষোভে ফেটে পড়েন উপজেলা ও এলাকাবাসী।

আকাশ দাসের শাস্তির দাবিতে বাংলা বাজার ইউনিয়নের হকনগর বাজারে একত্রিত হয়ে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করে বাজারের মেইন পয়েন্টে অবস্থান করেন স্থানীয় তাওহীদ জনতা।

এসময় হকনগর বাজার কেন্দ্রীয় জামেমসজিদের ইমাম ও খতিব মাওলানা শামসুল হক নোমানী বলেন, আমাদের শান্তিপূর্ণ দোয়ারাবাজার এলাকাকে অশান্ত করে তোলার অপরাধে এবং ‘কুরআন অবমাননার ঘটনায় জড়িত উগ্রবাদী হিন্দু আকাশ দাসকে রিমান্ডে নিয়ে তার ইন্ধন দাতাসহ রিঙ্কু দাসকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, আর নাহলে এর পরিনতি আর খুব ভয়ংকর হবে।

এসময় ইসলামি চিন্তাবিদ আলোচক ও ধর্মীয় শিক্ষক মাওলানা রশিদ সিরাজী বলেন, পুলিশের হাতে আটক আকাশ দাস একজন ইসকন সদস্য। ওই উগ্র সংগঠনের নেতারা ওই ঘটনায় এখনও কোন বিবৃতি দেয়নি কিংবা দুঃখ প্রকাশ করেনি।

আমরা মনে করি বর্তমান পরিস্থিতি আরও ঘোলাটে করতেই আকাশ দাসের ইন্ধনদাতা ইসকন জড়িত রয়েছে।

এছাড়াও তায়েফাতুল উম্মাহ পরিষদ হকনগরের প্রচার সম্পাদক হাফিজ সিরাজুল ইসলাম বলেন, আমরা প্রশাসনের কাছে দাবী করছি অপরাধীর উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে এবং এদের সাথে যারা জড়িত তারেকেও আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হউক, অপরদিকে ওই ঘটনায় হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির কিংবা বাড়িঘর দোকান পাটে কোন রকম হামলা ভাঙচুর এবং ক্ষতিসাধন থেকে বিরত থাকতে সকলের প্রতি অনুরোধ জানান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা নুরুল আমীন, মাওলানা রশীদ সিরাজী, মাওলানা শাহ আলম, হাফিজ মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা শামসুল হক নোমানী, হাফিজ সিরাজুল ইসলামসহ এলাকার প্রবীণ মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments