স্টাফ রিপোর্টার,
ফেসবুকে পবিত্র আল কোরআন অবমাননার প্রতিবাদে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার আকাশ দাসের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন তাওহীদি জনতা।
বুধবার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, জেলা শহরস্থ ট্রাফিক পয়েন্টে সর্বস্তরের তাওহীদি জনতা সুনামগঞ্জ জেলার উদ্যোগে পবিত্র আল কোরআন অবমাননার প্রতিবাদে দোয়ারাবাজার উপজেলার প্রফুল্ল দাস এর ছেলে আকাশ দাসের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এর আগে মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে উপজেলার মংলার গাঁও গ্রামের প্রফুল্ল দাসের ছেলে আকাশ দাস তার ফেসবুকের টাইম লাইনে পবিত্র কোরআন শরিফের ওপর পা রাখার ছবি পোস্ট দেয়। এতে বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী।
আকাশ দাসের শাস্তির দাবিতে দোয়ারা বাজার স্কুল মাঠে একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল বের করে দোয়ারা বাজার পয়েন্টে অবস্থান করেন স্থানীয় জনতা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে ঐ যুবককে আটকের প্রস্তুতি নেয়। এরপর ঐ দোয়ারা বাজার থানা পুলিশ আকাশকে আটক করে থানায় নিয়ে আসে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, আটক যুবকের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন।