সিলেট প্রতিনিধি,
সিলেট শহরের অর্ধেক বাসিন্দা সুপেয় পানির সংকটে। ১০ লাখ নগরবাসীর মধ্যে ৫ লাখ বাসিন্দাকে পানি সরবরাহ করতে পারছে সিটি করপোরেশন। সিটির ৪২টি ওয়ার্ডে পানির চাহিদা দিনে ১২ কোটি লিটার। কিন্তু সরবরাহ করা হচ্ছে অর্ধেক। এছাড়া, ১৫টি নতুন ওয়ার্ডে এখনও পানির লাইন স্থাপিত হয়নি। এতে শীত মৌসুমে পানির সংকট বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
সিলেট ওয়াসা গঠন হয়েছে ২ বছর আগে কিন্তু এখনও কার্যক্রম শুরু হয়নি। ফলে নগরীতে পানি সরবরাহ করছে সিটি করপোরেশন। মহানগরীর পুরোনো ২৭টি ওয়ার্ডের মধ্যে ২৪টিতে পানি সরবরাহ করা হচ্ছে। এখানে দৈনিক ৮ কোটি লিটার পানির চাহিদা থাকলেও দেয়া হচ্ছে ৫ কোটি লিটার।
নতুন ১৫টি ওয়ার্ডে পানির সঞ্চালন লাইন এখনো স্থাপিত হয়নি। এ অবস্থায় বিশুদ্ধ পানির চরম সংকটে নগরবাসীরা।
স্থানীয় এক বাসিন্দা বলেন, পানির অনেক দুর্গন্ধ থাকে, সমস্যা হয়, খাওয়া যায় না। কয়েকদিন পর লাইন নষ্ট হয়ে যায়। ফলে দুই তিন বন্ধ থাকে।
স্থানীয় আরেক বাসিন্দা বলেন, ‘নদীর পানি আইনা খাইছি, মেঘের পানি খাইছি, আর সাপ্লাইয়ের পানি তো লাল হয়ে যায়। ফলে ওই পানি দিয়ে কাপড় পরিষ্কার করলে সেগুলোও লাল হয়ে যায়।’
সিটি করপোরেশন বলছে, পর্যাপ্ত বরাদ্দ না পাওয়ায় নতুন লাইন স্থাপন করা যাচ্ছে না। ফলে ব্যাহত হচ্ছে পানি সরবরাহ।
সিলেট সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী নুর আজিজুর রহমান বলেন, ‘যেহেতু ওয়াসা হয়েছে, সেহেতু পানি সরবরাহ খাতে সিটি করপোরেশন কোনো টাকাও বরাদ্দ দিতে চাচ্ছে না। সে ক্ষেত্রে ওয়াসা যদি তাদের কার্যক্রম চালু করতে পারে, তাহলে বিদেশ থেকে ডোনার নিয়ে আসতে পারে বা সরকারও টাকা বৃদ্ধি করে পানি সরবরাহটা বাড়াতে পারে।
৭৯ বর্গকিলোমিটার আয়তনের সিলেটে মহানগরের বাসিন্দা প্রায় ১০ লাখ। এর মধ্যে অর্ধেক বাসিন্দাই পাচ্ছেন না সুপেয় পানি। এ অবস্থায় দ্রুত ওয়াসার কাজ শুরু করার দাবি নগরবাসীর।