Thursday, December 5, 2024
Homeধর্মদোয়ারা বাজারে ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে এলাকায় উত্তে*জনা, যুবক আ ট ক 

দোয়ারা বাজারে ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে এলাকায় উত্তে*জনা, যুবক আ ট ক 

দোয়ারা বাজার সুনামগঞ্জ প্রতিনিধি,

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ফেসবুক পোস্টে ধর্মীয় অবমাননার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাঁকে আটক করে থানায় নেওয়া হয়। এ ঘটনায় স্থানীয়ভাবে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।

 

আটক ওই যুবকের নাম আকাশ দাস। দোয়ারাবাজার উপজেলার মংলারপুর গ্রামের বাসিন্দা তিনি। তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তাঁর বিরুদ্ধে ধর্মীয় অবমাননার অভিযোগ তোলা হয়েছে।

 

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত ৮টার দিকে ফেসবুকে ওই যুবকের একটি পোস্ট নিয়ে স্থানীয় মুসলিম জনতা ক্ষুব্ধ হয়ে পড়ে। আকাশের বাড়িঘর ভাঙচুর করার অভিযোগও পাওয়া গেছে। পরে রাত ৯টার দিকে পুলিশ তাঁকে আটক করে দোয়ারাবাজার থানায় নিয়ে আসে। এ সময় থানার বাইরে উত্তেজিত জনতা বিক্ষোভ করতে থাকে। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে।

 

এ ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় রাজনৈতিক নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকার সবাইকে শান্ত থাকার আহবান জানিয়েছেন তাঁরা। ঘটনার পর থেকে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

 

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। বিক্ষুব্ধ জনতার মাঝে উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহের নিগার তনু জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা টহল জোরদার করেছেন।

 

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। তিনি সবাইকে ধৈর্য ধারণ ও শান্ত থাকার অনুরোধ জানিয়ে বলেন, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়, সে দিকে খেয়াল রাখতে হবে।

 

আটক যুবকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল ইসলাম।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments