Thursday, December 5, 2024
Homeসিলেট বিভাগসিলেটবাংলাদেশ ইস্যুতে করিমগঞ্জে বিক্ষোভ, জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে আমদানি বন্ধ

বাংলাদেশ ইস্যুতে করিমগঞ্জে বিক্ষোভ, জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে আমদানি বন্ধ

সিলেট প্রতিনিধি,

 

বাংলাদেশের সিলেট লাগোয়া ভারতের আসামের গুরুত্বপূর্ণ জেলা শহর করিমগঞ্জ। সেখানে বাংলাদেশ ইস্যুতে বিক্ষোভ করেছে সনাতনী ঐক্য মঞ্চ নামের একটি সংগঠন। বিক্ষোভকারীরা সিলেটের জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ করে দিয়েছেন।

 

সোমবার (২ ডিসেম্বর) সকালে সিলেটের জকিগঞ্জ দিয়ে কিছু কমলা বাংলাদেশে এলেও পরে আন্দোলনকারী সংগঠনটির বাধার মুখে আর কোনো পণ্য আসেনি।

 

জানা গেছে, সোমবার দুপুরের দিকে করিমগঞ্জ শুল্ক স্টেশন এলাকায় বিক্ষোভ শুরু করেন ভারতের সনাতনী ঐক্য মঞ্চ সংগঠনের সদস্যরা। তাদের কর্মসূচির নাম ছিল ‘চল বাংলাদেশ’। এরপর জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের আমদানি রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দেন বিক্ষোভকারী সনাতনী ঐক্য মঞ্চের সদস্যরা।

 

এর আগে সকালের দিকে জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে ভারতের করিমগঞ্জে থেকে প্রায় ৬ টন কমলা বাংলাদেশে আমদানি হয়। পরে সেখানকার বিক্ষোভকারীরা আমদানি-রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দেন। ফলে বাংলাদেশি আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ীদের এলসি করা মালামালের গাড়ি ভারতের করিমগঞ্জ শুল্ক স্টেশন থেকে ফেরত যায়। এতে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন বলে জানিয়েছেন আমদানীকারকরা।

 

আমদানি-রপ্তানি বন্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, ভারতের (করিমগঞ্জ) শুল্ক স্টেশনে সেখানকার বিক্ষোভকারীরা বিক্ষোভ করে বাংলাদেশি ব্যবসায়ীদের এলসি করা মালামালের গাড়ি ফেরত দিয়েছেন।

 

এ নিয়ে জকিগঞ্জ শুল্ক স্টেশন থেকে আমরা ভারতের করিমগঞ্জ শুল্ক স্টেশনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলেও সেখানকার কর্মকর্তারা কল রিসিভ করেননি। তবে সকালের দিকে প্রায় ৬ টন কমলা বাংলাদেশে আমদানি হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments