সিলেট প্রতিনিধি,
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল
ভারতের আগরতলার কুঞ্জবনে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সোমবার (২ ডিসেম্বর) রাত ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ক্যাম্পাসে ভারতে বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল শুরু হয়।
জানা যায়, বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের কথিত অভিযোগ ও চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে সোমবার বিক্ষোভ সমাবেশ ডাকে আগরতলার হিন্দুত্ববাদী একটি সমিতি। আগরতলা সার্কিট হাউসে অবস্থিত গান্ধী মূর্তির সামনে এ বিক্ষোভ সমাবেশ হয়।
পরে সহকারী হাইকমিশনের ভেতরে প্রবেশ করে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলেন এবং সেই পতাকা ছিঁড়ে ফেলেন তারা। এরপর ভবনের সামনে থাকা সাইনবোর্ড ভেঙে সেটিতে আগুন ধরিয়ে দেন। এর প্রতিবাদে সারাদেশে বিক্ষোভের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর আগে ভারতের ডানপপন্থী সংস্থা ‘হিন্দু সংগ্রাম স্মৃতি’ ত্রিপুরায় বাংলাদেশি সহকারী হাইকমিশনে হামলা চালায়।