স্টাফ রিপোর্টার,
হবিগঞ্জের বানিয়াচংয়ে শহরতলীর আলম বাজারে অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে গুলি ও টেটাবিদ্ধসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।
রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যার দিকে আলম বাজারে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে চোখে গুলিবিদ্ধ মোতালিব মিয়াকে ঢাকায় এবং টেঁটা ও গুলিবিদ্ধ ১০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার ওসি কবির হোসেন।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় আওয়ামী লীগ নেতা আশিক মিয়া ও তার ছেলে মোতাব্বির মিয়া অটোরিকশা স্ট্যান্ড দখল করতে যান। এ সময় অটোরিকশা স্ট্যান্ডের ম্যানেজার পাথারিয়া গ্রামের সুরুজ আলীসহ স্থানীয়রা বাধা দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন। আহতদের মধ্যে চোখে গুলিবিদ্ধ মোতালিব মিয়াকে ঢাকায় এবং টেঁটা ও গুলিবিদ্ধ ১০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি কবির হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকা শান্ত রয়েছে।