সুনামগঞ্জ প্রতিনিধি,
সুনামগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছেন এক পাষণ্ড স্বামী। এ ঘটনায় ঘাতক স্বামী মো. সাইদী চৌধুরীকে (২১) আটক করেছে পুলিশ। রোববার (১ ডিসেম্বর) সুনামগঞ্জ সদর থানার গৌরারং ইউনিয়নের আহমদাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাকিবা বিবি (৩০) একই গ্রামের আছান নবীর মেয়ে।
জানা যায়, পারিবারিক কলহের জেরে রোববার ভোররাতে রাকিবাকে গলা চেপে ধরে স্বামী সাইদী। পরবর্তীতে মৃত্যু নিশ্চিত করতে মুখে বালিশ চেপে রাখা হয়। সকাল সাড়ে ১০টার দিকে আশপাশের লোকজন টের পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাকিবাকে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। এ সময় চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে রাকিবাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি নাজমুল হক বলেন, খবর পেয়ে অফিসার্স ফোর্স পাঠিয়ে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। অফিসার্স ফোর্সের সহায়তায় অভিযুক্ত মো. সাইদী চৌধুরীকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি থানা হেফাজতে আছেন। অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লিখিত অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।