Friday, April 4, 2025
Homeরাজনীতিবিএনপিসিলেটে তারেক রহমানের দুই মা ম লা খারিজ

সিলেটে তারেক রহমানের দুই মা ম লা খারিজ

 

জেলা প্রতিনিধি,

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সিলেটের আদালতে দায়ের করা দুটি রাষ্ট্রদ্রোহ মামলা খারিজ করেছেন আদালত। রোববার (১ ডিসেম্বর) সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩ নম্বর আমলি আদালতের বিচারক ছগির আহমদ মামলা দুটি খারিজ করে দেন।

 

সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আশিক উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ১৫ ডিসেম্বর লন্ডনে বঙ্গবন্ধুকে নিয়ে ‘কটূক্তি’ করার অভিযোগে ওই বছরের ২৪ ডিসেম্বর তারেক রহমানের বিরুদ্ধে ‘রাষ্ট্রদ্রোহের’ দুটি মামলা করা হয়। মামলা দুটি করেন সিলেট জেলা ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ সংগঠন) তৎকালীন সভাপতি শাহরিয়ার আলম সামাদ ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি শামীম মোল্লা।

 

মামলা দুটিতে অভিযোগ করা হয়, ২০১৪ সালের ১৫ ডিসেম্বর যুক্তরাজ্য বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথি তারেক রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌম, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে বিরোধিতা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘কটূক্তি’ করেন।

 

সে সময় আদালত মামলা দুটি গ্রহণ করে সরকারের অনুমোদনক্রমে তদন্ত প্রতিবেদন দাখিল করতে শাহপরান থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। আদালতের নির্দেশে পরবর্তী সময়ে পুলিশ তদন্ত প্রতিবেদন জমা দেন। এর ভিত্তিতে একটি মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

 

আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৩ সালের ১৮ এপ্রিল মামলার প্রসেস দাখিলের জন্য বাদী পক্ষকে নির্দেশ দেন আদালত। কিন্তু এরপর থেকে মামলার বাদী আদালতে হাজির হননি এবং প্রসেসও দাখিল করেননি। এরই প্রেক্ষিতে আদালত মামলা দুটি খারিজ করে দিয়েছেন।

সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আশিক উদ্দিন বলেন, তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা দুটি মামলা আদালত খারিজ করেছেন। ২০১৪ সালে মামলা দুটি করা হয়েছিল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments