Thursday, April 3, 2025
Homeস্বাস্থ্য ও চিকিৎসাশীতে আপেল খাওয়ার উপকারিতা

শীতে আপেল খাওয়ার উপকারিতা

 

স্বাস্হ্য ও চিকিৎসা ডেস্ক,

 

আপেল একটি শীতকালীন ফল। কিন্তু বর্তমানে আধুনিক স্টোরেজ সুবিধার কারণে আমরা প্রতিটি মৌসুমেই এটি পেয়ে থাকি। এখন বাজারে আপেলের পাশাপাশি পাবেন টাটকা শাকসবজিও। শীতে আপেল খেলে খুব উপকার পাবেন। তবে শুধু শীতে নয়, উপকার পাবেন সব সময়ই। তাই দিনে একটি করে আপেল খেতে পারেন।

 

কেন উপকারী?

 

একটি আপেলে রয়েছে প্রচুর পুষ্টি, ভিটামিন, খনিজ এবং ফাইবার। আপলে রক্তে শর্করার মাত্রা এবং কোলেস্টেরল ঠিক রাখতে সাহায্য করে।

 

একটি প্রবাদ আছে ‘প্রতিদিন একটি আপেল ডাক্তারকে দূরে রাখে’। বিশেষজ্ঞদের মতে কথাটি একদম সঠিক। কারণ একটি আপেলে থাকা সব পুষ্টি, ভিটামিন, খনিজ এবং ফাইবার শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে।

 

যুক্তরাষ্ট্রের ইউএস ডিপার্টমেন্ট অব অ্যাগ্রিকালচার অনুসারে, একটি মাঝারি আকারের আপেলে রয়েছে প্রায় ৪.৮ গ্রাম ফাইবার, ০.৬ গ্রাম প্রোটিন, ০.৫ গ্রাম চর্বি, ১১.৬ গ্রাম কার্বোহাইড্রেট, ১০০ মিলিগ্রাম পটাসিয়াম এবং ৬ মিলিগ্রাম ভিটামিন সি রয়েছে।

 

এই উপাদানগুলো ছাড়াও শীতকালে প্রতিদিন একটি আপেল খাওয়া শরীরে রাসায়নিক প্রক্রিয়ার পরিবর্তন সঠিকভাবে ঘটে, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এবং হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।

 

শীত মৌসুমে ঠাণ্ডা আবহাওয়ার কারণে শরীরের রক্তনালিগুলো সংকুচিত হতে পারে। এর ফলে রক্তচাপ বেড়ে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই এই মৌসুমে আপেল খাওয়া শরীরের জন্য ভালো।

 

আপেলে থাকা উপাদান এই সমস্যাগুলো কমিয়ে আনে। আপেলে থাকা পেকটিন এবং ম্যালিক এসিড হজমে সাহায্য করে। ডায়াবেটিসও নিয়ন্ত্রণে থাকে। তাই এসব রোগী আপেল খেলে সমস্যা নেই। এ ছাড়া ওজন কমানো, অন্ত্রের সার্বিক খেয়াল রাখাসহ রোগ প্রতিরোগ ক্ষমতা বাড়ানো―এই কাজগুলোও সুন্দরভাবে করে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments