নিজস্ব প্রতিবেদক,
মৌলভীবাজারে ইসকন নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি।
মৌলভীবাজারে ইসকন নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৩টার দিকে শহরস্থ চৌমুহনী পয়েন্টে মৌলভীবাজার ঐক্য বিপ্লবের উদ্যোগে এ প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার ঐক্য বিপ্লবের সভাপতি মো. ওসমান গনি, সাধারণ সম্পাদক আবুল খায়ের, সদস্য মো. তালহাসহ অন্যান্যরা।
প্রসঙ্গত, চট্টগ্রামে মসজিদে ভাঙচুর ও অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ইসকনকে নিষিদ্ধ করতে এসময় বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানানো হয়।