Friday, April 4, 2025
Homeবিনোদনলাইফস্টাইলএই শীতে চুলের যত্নে ব্যবহার করুন অ্যালোভেরা!

এই শীতে চুলের যত্নে ব্যবহার করুন অ্যালোভেরা!

 

 

লাইফস্টাইল প্রতিবেদক :

ত্বক ও চুলের যত্নে অ্যালোভেরার উপকারের কথা কম – বেশি আমাদের সবারই জানা। তাই সৌন্দর্যপিয়াসীরা প্রাকৃতিক উজ্জ্বল ও ঝলমলে চুলের জন্য নিয়মিত অ্যালোভেরার জেল ব্যবহার করতে পারেন। চুলের বৃদ্ধি বাড়াতেও এর ভূমিকা রয়েছে। তো, আসুন জেনে নিন চুলের যত্নে কীভাবে এই উপকারী ভেষজ ব্যবহার করবেন।

 

অ্যালোভেরার জেল সরাসরি লাগান চুলের গোড়ায় ও চুলে। ৩০ মিনিট অপেক্ষা করে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এতে চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে অ্যালোভেরা জেল। এর ফলে ফলে চুল বাড়ে দ্রুত।

 

নারকেল তেলের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে চুলে লাগান। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন। চুল নরম হবে এবং বৃদ্ধি পাবে।

 

চুলের বৃদ্ধি দ্রুত করতে ক্যাস্টর অয়েলের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে ব্লেন্ড করে চুলে লাগান। ধুয়ে ফেলার আগে আধা ঘণ্টা অপেক্ষা করুন। এতে দারুন ফল পাবেন।

 

মাথার ত্বকের পিএইচ ঠিক রাখতে বানিয়ে ফেলুন অ্যালোভেরা জেল ও দইয়ের প্যাক। চুলে লাগিয়ে রাখুন ৪৫ মিনিট। এরপর ধুয়ে ফেলুন।

 

চুল ময়েশ্চারাইজ করতে মধু ও অ্যালোভেরা জেল একসঙ্গে মিশিয়ে লাগান। ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।

 

প্রোটিনে ভরপুর ডিম মিশিয়ে নিন অ্যালোভেরা জেলের সঙ্গে। চুলে লাগিয়ে অপেক্ষা করুন ২৫ থেকে ৩০ মিনিট। এরপর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।

 

গ্রিন টি লিকার মিশিয়ে পেস্ট তৈরি করে নিন অ্যালোভেরা জেল। মিশ্রণটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে রাখুন। আধা ঘণ্টা পর ধুয়ে ফেলুন মাইল্ড শ্যাম্পু দিয়ে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments