Friday, April 11, 2025
Homeসিলেট বিভাগসুনামগঞ্জদোয়ারায় গণঅভ্যুত্থানে আহত ও শহীদ স্মরণে সভা

দোয়ারায় গণঅভ্যুত্থানে আহত ও শহীদ স্মরণে সভা

 

দোয়ারাবাজার প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজারে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুথানে আহত ও শহীদদের স্মরণে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনুর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডাঃ আব্দুল কুদ্দুস, দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডাঃ হারুন অর রশীদ, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সামছুল হক নমু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সালেহীন খাঁন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সদস্য সোহেল মিয়া ও রাজিব আহমদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত আবু রায়হান, আহমেদ সোহেল ও ইসমাঈল হোসেন।

এসময় দোয়ারাবাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ইউপি সদস্য এরশাদুর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুশান্ত সিংহ, দোয়ারাবাজার থানার তদন্ত কর্মকর্তা সামছুদ্দিন আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন, উপজেলা এলজিইডি কর্মকর্তা আব্দুল হামিদ, ছাত্রদল নেতা তানভির আহমদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সদস্য ইমন আহমদ, ছাত্রনেতা আমান, জুবায়ের আহমদ, রবিউল আলম নাইম, সাংবাদিক মামুন মুন্সি প্রমুখ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments