সুনামগঞ্জ প্রতিনিধি,
সুনামগঞ্জে বালু ও পাথর মহালে ইজারা পদ্ধতি বাতিল ও সরকারিভাবে ক্রয়কেন্দ্র চালুর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা বারকি শ্রমিক সংঘের উদ্যোগে শহরস্হ শহিদ মিনার প্রাঙ্গণে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
‘দুনিয়ার মজদুর এক হও‘, ‘সৎ-সংগ্রামী-আপসহীন ও সচেতন নাগরিকদের নেতৃত্বে ঐক্যবদ্ধ হোন,’ ‘আওয়াজ তুলুন নিজ হাতে বালি-পাথর তুলে যে, বালি-পাথর মহালের মালিক সে’- বিভিন্ন স্লোগান দিয়ে বালি-পাথর মহালে ড্রেজার বোমা বন্ধ ও মহাল এলাকায় ইঞ্জিন চালিত স্টিল বডি নৌকা প্রবেশ বন্ধ এবং বালি পাথর মহালে ইজারা পদ্ধতি বাতিল ও সরকারিভাবে ক্রয়কেন্দ্র চালুর দাবি জানানো হয়। বিক্ষোভ মিছিলটি জেলা শহরের চাঁদনীঘাট এলাকা থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে শহিদ মিনার প্রাঙ্গণে এসে সমবেত হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএফ-এর সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি রত্নাংকুর দাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলার সভাপতি সুকেন্দু তালুকদার মিন্টু। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষক সংগ্রাম সমিতির সভাপতি নিরঞ্জন তালুকদার, ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক সাদেক মিয়াসহ আরো অনেকে।