সিলেট প্রতিনিধি,
সিলেট মেট্রোপলিটন আদালত প্রাঙ্গণে এক আসামি গণধোলাইয়ের শিকার হয়েছেন। গুরুতর আহত আসামিকে ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূ্ত্রে জানা যায়, সিলেট মেট্রোপলিটন আদালত প্রাঙ্গণে এক আসামিকে গণধোলাই দেন বাদী পক্ষ। এ সময় আসামিসহ তার পরিবারের ৩ জন সদস্য গুরুতর আহত হন। তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন সিলেটের শাহপরান থানার বাহুবল গ্রামের মৃত রহিম মিয়ার ছেলে কাজী রুনু মিয়া আহমেদ, রুনুর ছেলে কাজী মো. রাসেল আহমদ ও কাজী মো. জাকির হোসেন। এছাড়া ঐ ঘটনায় ৩ জন পুলিশ সদস্য আহত হয়ে ওসমানী মেডিকেলে কাজুয়ালিটি বিভাগে ভর্তি আছেন।
জানা যায়, শাহপরান থানায় চলতি মাসে বিল্লাল নামে এক যুবদল কর্মী খুন হন। পরবর্তীতে ভিকটিমের আত্মীয়রা থানায় মামলা করলে শাহপরান থানা পুলিশের সহায়তায় একজন আসামিকে আটক করে আজ আদালতে নিয়ে আসে। ঐ স্থানে ভিকটিমের আত্মীয়-স্বজন আগে থেকে আদালতে অবস্থান করে ক্ষুব্ধ হয়ে আসামি এবং পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।