Tuesday, April 15, 2025
Homeসিলেট বিভাগমৌলভীবাজারকমলগঞ্জের আম্বিয়া কেজি স্কুলে ক্লাস পার্টি অনুষ্ঠিত 

কমলগঞ্জের আম্বিয়া কেজি স্কুলে ক্লাস পার্টি অনুষ্ঠিত 

 

 

 

পিন্টু দেবনাথ :

 

কেক কাটা, নাচ, গান উৎসবমুখর পরিবেশে মৌলভীবাজারের কমলগঞ্জের অন্যতম স্কুল আম্বিয়া কিন্ডারগাটেন স্কুলে প্রতি বছর ন্যায় এবারো ক্লাসপার্টি ২০২৪ অনুষ্টিত হয়েছে। স্কুল প্রাঙ্গনে দিন ব্যাপী অনুষ্টিত ক্লাসপাটি কেক কেটে শুভ উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় প্লে শ্রেনী শিক্ষার্থীদের নিয়ে মঞ্চে কেক কাটা হয়। বর্ণিল সাজে সজ্জিত স্কুল প্রাঙ্গনটি ছাত্রছাত্রী, অভিভাবক ও সুধীজনের উপস্থিতকে মুখরিত হয়।

স্কুলের ৭টি শ্রেনীর জন্য ৭ টি কেক আলাদা আলাদা ভাবে মঞ্চে বিভিন্ন অতিথিরা শ্রেনী শিক্ষার্থীরা নিয়ে কেক কাটেন। কেক কাটা শেষে শিক্ষাথীরা নৃত্য পরিবেশন করেন। এ সময় গোটা অনুষ্টানটি মিলন মেলায় পরিনত হয়। এ দিনটি ভিন্নমাত্রা যোগ প্রতিবছর। শিক্ষক, অভিভাবক ও শিক্ষাথীর্দের মধ্য উৎসাহ উদ্দীপনা দেখা দেয়। নেচে গেয়ে ক্লাসপার্টি উদযাপন করেন।

দিনব্যাপী চলা অনুষ্টানে পৃথক পৃথক কেক কাটা অনুষ্টানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মীনি সিরাজাম মুনিরা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার পারভীন, আম্বিয়া কিন্ডার গার্টেন স্কুলের সভাপতি আহমদ সিরাজ, প্রতিষ্টাতা মো. সালাহ উদ্দীন, উপজেলা মহিলা বিষষক কর্মকর্তা হোসনে আরা তালুকদার, গবেষক আহমদ সিরাজ, অধ্যক্ষ মমতা রানী সিনহা, স্কুল পরিচালনা কমিটির সদস্য ইকবাল পারভেজ শাহীন, শিক্ষক সমরেন্দু সেনগুপ্ত, কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, সাবেক কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন, প্রেসক্লাবের সাবেক সহসভাপতি সাংবাদিক শাব্বীর এলাহী, সাংবাদিক পিন্টু দেবনাথ ও সাংবাদিক সালাহ উদ্দিন শুভ প্রমুখ।

এছাড়া অনুষ্টানে উপস্থিত ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আজিজুর রহমান, শিক্ষক আলমগীর হোসেন, শিক্ষক জাকির হোসেন বাবুল, অভিভাক মহসিন আফরোজ চৌধুরী, এজাজুর রহমান প্রমুখ।

অনুষ্টানে প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments