Thursday, November 28, 2024
Homeরাজনীতিদুর্নীতি-লুটপাটের ফিরিস্তি তুলে ধরা হবে ২ ডিসেম্বর: ড. দেবপ্রিয়

দুর্নীতি-লুটপাটের ফিরিস্তি তুলে ধরা হবে ২ ডিসেম্বর: ড. দেবপ্রিয়

 

নিজস্ব প্রতিবেদক,

 

আগামী ২ ডিসেম্বর জাতির সামনে শ্বেতপত্র উপস্থাপন করবে অন্তর্বর্তী সরকার। এর একদিন আগে ১ ডিসেম্বর প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করা হবে।

 

বৃহস্পতিবার রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

 

তিনি বলেন, আগামী ২ ডিসেম্বর আর্থিক খাতের দুর্নীতি ও লুটপাটের ফিরিস্তি জাতির সামনে তুলে ধরা হবে। তার আগের দিন ১ ডিসেম্বর শ্বেতপত্র প্রণয়ন কমিটি চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার হাতে তুলে দেবে।

 

ড. দেবপ্রিয় জানান, প্রতিবেদনে ব্যাংক ও জ্বালানি খাতে সবচেয়ে বেশি লুটপাটের অভিযোগ তুলে ধরা হবে।

 

উল্লেখ্য, রাজনৈতিক পটপরিবর্তনের পর অর্থনীতির ক্ষত ও পরিস্থিতি পর্যালোচনা করার জন্য অন্তর্বর্তী সরকার একটি মূল্যায়ন কমিটি গঠন করে। ২৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা সম্পর্কে শ্বেতপত্র প্রকাশের জন্য ১২ সদস্যের একটি কমিটি গঠন করে।

 

সরকার পক্ষ থেকে জানানো হয়েছে, শ্বেতপত্রে দেশের বিদ্যমান অর্থনীতির সামগ্রিক চিত্রসহ, সরকারের কৌশলগত পদক্ষেপ, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়ন এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments