Thursday, November 28, 2024
Homeরাজনীতিবিএনপিই স ক ন নি*ষি*দ্ধের দাবিতে বিএনপির নামে প্রেস বিজ্ঞপ্তি, যা জানা...

ই স ক ন নি*ষি*দ্ধের দাবিতে বিএনপির নামে প্রেস বিজ্ঞপ্তি, যা জানা গেল

 

নিজস্ব প্রতিবেদক,

 

ইসকনকে চরমপন্থী সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে সংগঠনটি অবিলম্বে নিষিদ্ধের দাবিতে বিএনপির একটি প্রেস বিজ্ঞপ্তি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। বুধবার রাতে দলটির অফিশিয়াল প্যাডের আদলে নির্মিত ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটি ভাইরাল হয়। এরপর বিষয়টি নিয়ে শুরু হয় নানা আলোচনা।

 

এদিকে, বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। বৃহস্পতিবার এর সত্যতা নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।

 

বিএনপির সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপুর সই করা ভাইরাল সেই ভুয়া প্রেস বিজ্ঞপ্তিতে লেখা ছিল, “গত ২৬ নভেম্বর চট্টগ্রামে আদালত চত্বরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ইসকনকে চরমপন্থী সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে অবিলম্বে নিষিদ্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

 

বিজ্ঞপ্তিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্য জুড়ে দেওয়া হয়। যেখানে তিনি বলেন, ইসকন ধর্মীয় সম্প্রীতির শত্রু এবং তাদের উস্কানিমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ড দেশের স্থিতিশীলতা ধ্বংসের ষড়যন্ত্র।

 

এতে আরো লেখা ছিল, ইসকনের মতো উগ্র সংগঠন দেশের ধর্মীয় সম্প্রীতি, বিচারব্যবস্থা ও আইনশৃঙ্খলার জন্য মারাত্মক হুমকি। এমন সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা যায় না। আমরা সরকারকে আহ্বান জানাই, ইসকনকে অবিলম্বে নিষিদ্ধ করে তাদের জড়িত সকল অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।

 

দেশবাসীকে ধৈর্য এবং জাতীয় ঐক্য বজায় রাখতে সবাইকে শান্তিপূর্ণভাবে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানিয়েছে বিএনপি।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments