Wednesday, November 27, 2024
Homeবিনোদনলাইফস্টাইলরূপ সমস্যায় পাকা কলার যাদুকরী উপকার!

রূপ সমস্যায় পাকা কলার যাদুকরী উপকার!

 

 

লাইফস্টাইল প্রতিবেদক :

আমাদের দেশে কলা একটি সহজপ্রাপ্য ফল। এটি সারাবছরই পাওয়া যায়। পাকা কলা সাধরনত খুব বেশি পেকে গেলে তা আর খাওয়া যায় না। বেশি পাকার কারণে কলা নরম এবং গন্ধ হয়ে যায়। তখন কলাটি ফেলে দেওয়া ছাড়া আর কোন উপায় থাকে না। এই পাকা কলাটি এখন ফেলে দিতে হবে না। কারণ, পাকা কলা সৌন্দর্যপিয়াসীদের দিতে পারে স্বাস্থ্যোজ্বল সুন্দর ত্বক। পাকা কলা ত্বকের কালো দাগ, চোখের নিচের কালি দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে দিয়ে থাকে। তো, আসুন তাহলে জেনে নেওয়া যাক পাকা কলা দিয়ে কীভাবে ত্বকের যত্ন নেওয়া যাবে।

 

চোখের নিচের কালো দাগ দূর করে :

প্রতিদিন চোখের নিচে পাকা কলা লাগান। এরপর ৫ মিনিট রেখে দিন। এটি চোখের নিচের কালো দাগ দূর করে দিতে সাহায্য করবে। পাকা কলাতে থাকে ক্যালসিয়াম, এটা চোখের নিচের কালো দাগ দূর করতে সাহায্য করে।

 

ত্বকে আর্দ্রতা ধরে রাখে :

ত্বক যদি অনেক বেশি শুষ্ক হয়, তাহলে পাকা কলা ত্বকের রুক্ষতা দূর করতে সাহায্য করবে। একটি পাকা কলা চটকে নিন। তারপর এটি ত্বকে লাগান। ১৫-২০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বক আর্দ্রতা ধরে রেখে ত্বক নরম করে দিবে।

 

বলিরেখা দূর করতে কার্যকরী :

পাকা কলা চটকিয়ে এতে এক টেবিল চামচ মধু মিশিয়ে নিন। এবার এটি মুখে ম্যাসাজ করে লাগান। এভাবে এটি ১৫ মিনিট রাখুন। শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি দিনে দুইবার ত্বকে লাগালে ত্বকের বলিরেখা দূর করতে সাহায্য করবে।

 

ব্রণ দূর করতে যাদুকরী কাজ দেয় :

একটি পাকা কলা, আধা চা চামচ বেকিং সোডা এবং আধা চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে একটি প্যাক তৈরি করে নিন। যদি খুব বেশি ঘন হয়ে যায় তবে সামান্য পানি মিশিয়ে নিতে পারেন। এবার হালকা সাবান দিয়ে মুখ ধুয়ে নিন। তারপর প্যাকটি মুখে লাগান। ১০-১৫ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই প্যাকটি ব্রণ প্রতিরোধ করে ব্রণ হওয়ার প্রবণতা কমিয়ে দেয়।

 

পা ফাটা রোধ করবে পাকা কলা :

দুইটি পাকা কলা চটকে নিয়ে পেস্ট তৈরি করুন। এবার এটি পায়ের ফাটা স্থানে লাগিয়ে রাখুন। এরপর পা ফয়েল প্যাকেট বা প্লাষ্টিকের প্যাকেট দিয়ে পেঁচিয়ে রাখুন। ভাল ফল পেতে এটি রাতে ব্যবহার করুন। সারা রাত এভাবে পা রাখুন। এই প্যাকটি পা ফাটা দূর করতে সাহায্য করে।

 

আরেকটি কথা পাকা কলা ত্বকে ব্যবহারের সময় হয়তো চুলে লেগে যেতে পারে। তখন অল্প একটু পানি হাতে নিয়ে চুলের জায়গাটিতে ঘষুণ। এতে পাকা কলা উঠে যাবে। ত্বক খুব বেশি রুক্ষ হয়ে গেলে পাকা কলার প্যাকে সামান্য অলিভ অয়েল মিশিয়ে ব্যবহার করতে পারেন। এটি ত্বকে আর্দ্রতা ধরে রাখবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments