Wednesday, November 27, 2024
Homeঅন্যান্যকৃষিমৌলভীবাজারে প্রযুক্তি ও পুষ্টি মেলা-২০২৪ উদ্বোধন

মৌলভীবাজারে প্রযুক্তি ও পুষ্টি মেলা-২০২৪ উদ্বোধন

 

 

মৌলভীবাজার জেলা প্রতিনিধি :

 

মৌলভীবাজারে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা-২০২৪ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৪ নভেম্বর) মৌলভীবাজার সদর উপজেলা চত্বরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে ২৪ এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা এস. এম. নাগিব মাহফুজের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।

এ সময় তিনি বলেন, কৃষকরাই দেশের অর্থনীতির মুল চালিকা শক্তি। সভ্যতার আদি থেকেই মানবজাতির জন্য কৃষি একটি অপরিহার্য এবং অত্যাবশ্যকীয় খাত। যুগের বিবর্তনে এবং প্রযুক্তির ছোয়ায় মানুষের জীবনমান যতই উন্নত এবং আধুনিক হউক না কেন, কৃষির প্রয়োজনীয়তা অপরিবর্তনীয়। কৃষক আমাদের দেশের প্রাণ, তাদের সম্মানিত করা এবং তাদের সমস্যাগুলোর সমাধান করা ছাড়া আমাদের উন্নয়ন ও অগ্রগতি সম্ভব নয়।

সভায় বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ শামসুদ্দিন আহমেদ, অতিরিক্ত উপপরিচালক নিলুফা ইয়াসমিন মোনালিসা সুইটি, জেলা প্রশিক্ষন অফিসার মো: জালাল উদ্দিন সরকার,

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলা থেকে আগত উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষক- কৃষাণী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।

মেলায় মোট ৩৮ টি স্টল বসেছে। তিনদিনব্যাপী মেলা শেষ হবে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত চলবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments