Sunday, November 17, 2024
Homeসিলেট বিভাগহবিগঞ্জহবিগঞ্জে ৩১৬ ব*স্তা ভা*রতীয় চি*নি জ*ব্দ, আ*ট*ক ৩

হবিগঞ্জে ৩১৬ ব*স্তা ভা*রতীয় চি*নি জ*ব্দ, আ*ট*ক ৩

 

হবিগঞ্জ প্রতিনিধি,

 

হবিগঞ্জের চুনারুঘাটে ৩১৬ বস্তা অবৈধ ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। এসময় চিনি পাচারের সঙ্গে জড়িত ৩ জনকে আটক করা হয়।

 

রোবব‍ার (১৭ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানায় এক প্রেস কনফারেন্স করেন ওসি মোহাম্মদ নজরুল ইসলাম।

 

ওসি জানান, রোববার ভোরে তারা গোপন সূত্রে খবর পান যে, উপজেলার উবাহাটা ইউনিয়নের অন্তর্গত দূর্গাপুর বাজারস্থ মেসার্স আমিনুল স্টোরের সামনে পাচারকালে ভারতীয় চিনিবোঝাই একটি ট্রাক অবস্থান করছে। এসময় অভিযান চালিয়ে চিনিভর্তি ট্রাকটি জব্দ করা হয়। পরে ট্রাক থেকে উদ্ধার করা হয় ৩১৬ বস্তা ভারতীয় অবৈধ চিনি। আটক করা হয় পাচারের সঙ্গে জড়িত ৩ জনকে।

 

আটককৃতরা হলেন- বাহুবল উপজেলার রুপসংকর গ্রামের সিরাজ আলীর ছেলে রহমত আলী (৩৮), একই উপজেলার চরগাও গ্রামের খোরশেদ আলীর ছেলে মোহাম্মদ আলী (২৬) ও কচুয়াদি গ্রামের আব্দুল মতিনের ছেলে আশিক মিয়া (২২)।

 

ওসি আরো বলেন, প্রতিটি বস্তায় ৫০ কেজি করে চিনি রয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা। এছাড়াও আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments