সিলেট প্রতিনিধি,
সিলেটের ফেঞ্জুগঞ্জ উপজেলায় অবস্থিত শাহজালাল সার কারখানার দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ফেঞ্জুগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- কুষ্টিয়ার বেড়ামারা নওদাপাড়া গ্রামের মো. আশরাফ আলীর ছেলে আরিফ আহমেদ (৩৬) ও নাটোরের বড়হরিষপুরের আবু বক্কর সিদ্দিদের ছেলে হারুনুর রশিদ (৩৬)।
পুলিশ জানায়, গত ৫ আগস্টে ছাত্র জনতার বৈষম্যবিরোধী আন্দোলনকে নস্যাৎ করার জন্য তারা সশস্ত্র সক্রিয় ভূমিকা পালন করেন। তাদের বিরুদ্ধে সিলেট কোতোয়ালি মডেল থানায় গত বুধবার বিস্ফোরক দ্রব্যাদি আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার দুপুরে সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি জিয়াউল হক জিয়া গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধ কোতোয়ালি থানায় একটি মামলা রয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. মনিরুজ্জামান খান বলেন, গতকাল সিলেট কোতোয়ারি মডেল থানার একটি টিম এসে তাদেরকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা রয়েছে। আমাদের থানায় এদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।
জানা গেছে, গ্রেফতারকৃতরা সরাসরি রাজনীতির সঙ্গে সম্পৃক্তের বিষয়ে কোনো তথ্য না থাকলেও হারুনুর রশিদ আগামী সি বি এ নির্বাচনের সাধারণ সম্পাদক প্রার্থী।