Thursday, November 14, 2024
Homeসিলেট বিভাগহবিগঞ্জহবিগঞ্জে দুই ইউপি সদস্যের লোকজনের মধ্যে সং ঘ র্ষ, আ*হ*ত অর্ধশতাধিক

হবিগঞ্জে দুই ইউপি সদস্যের লোকজনের মধ্যে সং ঘ র্ষ, আ*হ*ত অর্ধশতাধিক

বিশেষ প্রতিনিধি,

হবিগে ঞ্জর লাখাইয়ে দুই ইউপি সদস্য (মেম্বার) এর লোকজনের মধ্যে রক্ষক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে। আহত অবস্থায় তাদের মধ্যে প্রায় ৪০ জনকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

 

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার বুল্লা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গোয়াকারা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।

 

পুলিশ জানায়- ওই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য আমিনুল ইসলাম ও সাবেক সদস্য নজরুল ইসলামের মধ্যে দীর্ঘদিন যাবত গ্রাম্য আধিপত্য বিস্তারসহ নানা বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার নজরুল ইসলাম তাদের বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে পাটি বাঁধ দিয়ে মাছ ধরতে যায়। এসময় তাতে বাঁধা প্রদান করে আমিনুল ইসলামসহ তার লোকজন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টা ব্যাপী চলা সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।

 

সংঘর্ষে আহতদের মধ্যে লুৎফুর রহমান (৬০), কুদ্দুছ মিয়া (৫৫), জয়নাল মিয়া (৩৫), রুবেল মিয়া (৩০), আক্তার হোসেন (২৫), মাখন মিয়া (৩৫), জিলাউর রহমান (৩৭), কামাল মিয়া (৩৫), আউয়াল মিয়া (৩৫), হেলাল মিয়া (৩০), মোশাহিদ মিয়া (৩২), মিজানুর রহমান (২০), জালাল মিয়া (৪০), ইলিয়াছ মিয়া (৫০), মইন উদ্দিন (৩৫), মানিক মিয়া (৫০), সুয়েব আলী (৫০), রনি মিয়া (৩০), খোকন মিয়া (৩০), এখলাছ মিয়া (৪০), ইদু মিয়া (৪০), সালাউদ্দিন (৩০), আমির মিয়া (৩৫), জনি মিয়া (২৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এ বিষয়ে লাখাই থানার (ওসি) বন্দে আলী জানান, বর্তমান ইউপি সদস্য আমিনুল ইসলাম ও সাবেক সদস্য নজরুল ইসলামের মধ্যে পুর্ব বিরোধ রয়েছে। একটি পুকুরে পাটি বাঁধ দিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে তাদের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments