Tuesday, November 26, 2024
Homeসিলেট বিভাগসুনামগঞ্জসুনামগঞ্জে মসজিদের কাজ নিয়ে দুপ‌ক্ষের সং*ঘ*র্ষে নি*হ*ত ১, আ*হ*ত ৩০ 

সুনামগঞ্জে মসজিদের কাজ নিয়ে দুপ‌ক্ষের সং*ঘ*র্ষে নি*হ*ত ১, আ*হ*ত ৩০ 

নিজস্ব প্রতিবেদক,

সুনামগঞ্জের জগন্নাথপুরে মসজিদের কাজ নিয়ে দুপক্ষের সংঘ‌র্ষে সুজাত মিয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৩০ জন। মঙ্গলবার বিকেল সা‌ড়ে ৪টার দিকে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের বাগময়না তাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

আহতদের মধ্যে ১৩ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, বাগময়না তাজপুর গ্রামের মসজিদের দ্বিতীয়তলা নির্মাণ নিয়ে ওই গ্রামের সুজাত মিয়া ও আব্দুল কাছেরের বিরোধ চলছিল। এরই জের ধরে বিকেলে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহতদের মধ্যে সুজাত মিয়ার পক্ষের লোকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অন্যদিকে, আব্দুল কাছেরের লোকজনকে সিলেটে নিয়ে যাওয়া হয়।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সৃজনা সরকার তমা বলেন, ‘ওই বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান। আহতদের মধ্যে ১৩ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

 

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য আগামীকাল (বুধবার) সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments