দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি::
দোয়ারাবাজারে খামারের কয়েক লাখ টাকার হাঁস চুরির অভিযোগ উঠেছে। এ নিয়ে মঙ্গলবার দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামে উস্তার আলীর পুত্র আকল আলীর হাঁসের একটি খামার রয়েছে স্থানীয় দেখার হাওরে। ওই রাতে একই গ্রামের আব্দুছ সোবহানের পুত্র রহিম উদ্দিনসহ আরও কয়েকজন মিলে খামারের হাঁসগুলো চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা হাঁসসহ তাকে আটক করে রাখে। পরে খামারের মালিককে খবর দিয়ে ২শ তেষট্টিটি হাঁস বুঝিয়ে দেন। আর ৮৭ টি পরে বুঝিয়ে দেবেন বলে আশ্বস্ত করে রহিম উদ্দিনকে স্থানীয় ইউপি সদস্য শাহীন আহমদ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গের জিম্মায় রাখেন। পরে মঙ্গলবার সকালে স্থানীয় সালিশ বিচারে নিষ্পত্তি করার কথা তাকলেও ওইদিন অভিযুক্ত রহিম উদ্দিনসহ কেউই বিচার সালিশে উপস্থিত হননি।
খামার মালিক আকল আলী বলেন, স্থানীয়ভাবে কোন প্রতিকার না পেয়ে মঙ্গলবার দোয়ারাবাজার থানায় এসে একটি লিখিত অভিযোগ দিয়েছি। আমি এখনো ছাপ্পান্ন হাজার টাকার হাঁস পাইনি।
জানতে চাইলে দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক বলেন, হাঁস চুরি নিয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।