Thursday, November 14, 2024
Homeরাজনীতিবিএনপিসুনামগঞ্জে জেলা ছাত্রদলের বি*ক্ষো*ভ মিছিল

সুনামগঞ্জে জেলা ছাত্রদলের বি*ক্ষো*ভ মিছিল

 

সুনামগঞ্জ প্রতিনিধি,

 

সুনামগঞ্জে বিএনপি জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার দুপুর ১২টার দিকে সুনামগঞ্জ জেলা শহরস্থ পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত ১৫ বছর ধরে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ওপর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সন্ত্রাসীদের নৃশংস হামলার ঘটনায় দায়েরকৃত সকল মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদলের সদস্য সচিব তারেক মিয়া, যুগ্ম আহ্বায়ক আনোয়ার আলম ও যুগ্ম আহ্বায়ক ওবায়দুল ইসলাম সহ অন্যান্য নেতারা।

 

সমাবেশে বক্তারা বলেন, বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরদের ওপর নির্যাতন চালিয়েছে। ক্যাম্পাস দখল ও হল দখলসহ বিভিন্ন লুটতরাজ চালিয়েছে। তাই এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের অন্যান্য যাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে তারা এখনো স্বাভাবিক জীবন যাপন করে ঘুরে বেড়াচ্ছে। অবিলম্বে প্রশাসনকে তাদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি জানান।

 

বক্তারা আরো বলেন, প্রশাসন যদি ছাত্রলীগের সদস্যদের গ্রেফতার করতে ব্যর্থ হয় তাহলে ছাত্রদল তাদের গ্রেফতারের দাবিতে‌ আবার অবস্থান কর্মসূচি পালন করবে। পরবর্তীতে বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্ট হয়ে বিএনপি’র দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

 

বিগত ফ্যাসিবাদী সরকার ১৫ বছর ধরে বিরোধী দলের ওপর বিভিন্নভাবে অত্যাচার ও নির্যাতন চালিয়েছে। দলের নেতাকর্মীদের বাড়িতে থাকতে দেওয়া হয়নি। ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্নভাবে নির্যাতন চালিয়েছে। খুন-খারাপি ও চাঁদাবাজিসহ সব ধরনের অনিয়মের সঙ্গে ছাত্রলীগ জড়িত ছিল বলে উল্লেখ করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments