Friday, November 22, 2024
Homeশিক্ষা৫ দফা দাবিতে শাবিপ্রবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

৫ দফা দাবিতে শাবিপ্রবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

বিশেষ প্রতিনিধি,

৫ দফা দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।

 

রোববার (১০ অক্টোবর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের শাবিপ্রবি কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসব দাবি উত্থাপন করা হয়।

 

সম্মেলনে শিক্ষার্থীদের পেশ করা দাবিগুলো হলো-

 

১. ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা এবং পোষ্য কোটা বাতিল করতে হবে।

 

২. সেশনজট কমিয়ে আনার জন্য আগামী ৩ সেমিস্টার ৪ মাস করে সময়ে শেষ করতে হবে।

 

৩.ছাত্র আন্দোলনে হামলায় জড়িত এবং হলে অস্ত্র-মাদকে জড়িত ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে।

 

৪. শাহজালাল বিশ্ববিদ্যালয়কে গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বের করে এনে স্বতন্ত্র ভাবে বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা আয়োজন করতে হবে।

 

৫. বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের উন্মুক্ত রিডিং রুমের ব্যবস্থা করতে হবে।

 

সম্মেলনে বাংলা বিভাগের শিক্ষার্থী আবু সালেহ মো. নাসিম বলেন, “গুচ্ছ পদ্ধতির কারণে শাহজালল বিশ্ববিদ্যালয়ের মান কমে গিয়েছে। একক ভর্তি পরীক্ষায় আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের যে মান তা গুচ্ছে দেখা যাচ্ছে না। গুচ্ছ থেকে বের হয়ে আসার দাবি জানিয়ে আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষামন্ত্রণালয় বরাবর একটি চিঠিও পাঠিয়েছি।”

 

তিনি আরো বলেন, ‘২০২৫ সালের মধ্যে আমাদের তিনটি সেমিস্টার শেষ করার ব্যবস্থা করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। কারণ, এরই মধ্যে অনেক শিক্ষার্থীর শিক্ষাজীবনে স্থবিরতা দেখা যাচ্ছে। সেদিক থেকে অন্য বিশ্ববিদ্যালয়গুলো এগিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্দোলন চলাকালে সহিংসতায় জড়িত ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে দীর্ঘসূত্রিতা করা হয়েছে। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে শিক্ষার্থীদের নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।”

 

সম্মেলনে ব্যবসায় প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাহবুবুল ইসলাম ও রিয়াজ হোসেন, নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুস্মিতা ভট্টাচার্য, সমাজকর্ম বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আজাদ শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সংবাদ সম্মেলন শেষে শিক্ষার্থীরা ৫ দফা দাবি সংবলিত স্মারকলিপি উপাচার্য বরাবর পাঠানো হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments