Thursday, November 14, 2024
Homeরাজনীতিসিলেটে ১৮ শহিদ পরিবারের পাশে জুলাই স্মৃতি ফাউন্ডেশন

সিলেটে ১৮ শহিদ পরিবারের পাশে জুলাই স্মৃতি ফাউন্ডেশন

 

সিলেট প্রতিনিধি,

 

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সিলেটে ১৮ জন শহিদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা দিয়েছে জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন। এ সময় শহিদ পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকার চেক দেওয়া হয়।

 

শনিবার সকাল ১০ টায় সিলেট জেলা প্রশাসনের কার্যালয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহিদদের পরিবারকে এ আর্থিক সহায়তার দেওয়া হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। তিনি বলেন, শুধুমাত্র নির্বাচনের জন্য দুই হাজার মানুষ জীবন দেননি, আর অর্ধলক্ষ মানুষ রক্ত দেয়নি। এ মানুষগুলো বিগত ১৬ বছরের দুর্নীতিগ্রস্থ সিস্টেমের কবলে পড়ে দেয়ালে তাদের পিঠ ঠেকে গিয়েছিল। এখন এ সিস্টেমগুলো সংস্কার না করে নির্বাচন দিয়ে দিলে তো হবে না।

 

সারজিস আরো বলেন, সারা দেশ থেকে আমাদের কাছে ১৬০০ জনের তালিকা এসেছে। এর মধ্যে যাচাইবাচাই করে প্রকৃত শহিদ পরিবারের হাতে আমরা আর্থিক সহায়তা প্রদান করছি। তথ্যগুলো স্বচ্ছভাবে ভেরিফিকেশনের জন্য কিছুটা সময় লাগলেও খুব দ্রুত সময়ের মধ্যে সব আহত যোদ্ধার কাছে আমাদের আর্থিক সহযোগিতা পর্যায়ক্রমে পৌঁছে দেওয়া হবে।

 

আর্থিক সহায়তার চেক হস্তান্তরকালে সমন্বয়করা ছাড়াও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং সিলেটে জুলাই বিপ্লবে আহত এবং নিহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

জানা গেছে, সিলেটে ৩০ জন শহিদের তালিকা পাওয়া গেছে। এর মধ্যে ১৮ জনের পরিবারের মাঝে চেক হস্তান্তর করা হয়েছে। বাকি ১২ জনের ভেরিফিকেশন প্রক্রিয়া শেষে তাদেরও আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানা গেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments