বিনোদন প্রতিবেদক ;
ঢালিউডের সাবেক জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও বহুল আলোচিত – সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করেছেন প্রযোজন সিমি ইসলাম কলি। গেল ২৪ আগস্ট ঢাকা একটি আদালতে মামলাটি করা হয় বলে গণমাধ্যমকর্মীদের জানানো হয়েছে। মামলা নম্বর ১১৩৬। এতে সুপারস্টার শাকিব খানের তালাকপ্রাপ্ত স্ত্রী অপু বিশ্বাস ও হিরো আলম ছাড়াও বিবাদী করা হয়েছে জাহিদুল ইসলাম আপন নামে আরও একজনকে।
মামলার বাদী ও প্রযোজক সিমি দাবি করেন – তার একটি ইউটিউব চ্যানেল হ্যাক করেছেন অপু বিশ্বাস ও জাহিদুল ইসলাম আপন। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সাধারণ ডায়েরি ও প্রযোজক সমিতির মাধ্যমে সুরাহা করার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু তাতে মীমাংসা না হওয়ায় আদালতের দ্বারস্থ হন সিমি।
মামলার অভিযোগে বলা হয়েছে, গেলো বছর আগস্টে বিবাদী অপু বিশ্বাস ও জাহিদুল ইসলাম আপন তার ইউটিউব চ্যানেল হ্যাক করে। এরপর চ্যানেলটি ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েও ফিরিয়ে দেয়নি অপু বিশ্বাস। তাই বাধ্য হয়ে চলতি বছর জানুয়ারির ২৮ তারিখ লালবাগ থানায় সাধারণ ডায়েরি করেন সিমি। এতে আসামী করা হয় অপু ও আপনকে।
সিমি জানান, বিষয়টি জানতে পেরে মধ্যস্থতাকারী হিসেবে এগিয়ে আসেন হিরো আলম। দুই পক্ষের সঙ্গে কথা বলে এর সমাধান করার আশ্বাস দেন তিনি। এরপর চ্যানেলটি ফিরিয়ে দেওয়ার জন্য ১০ লাখ টাকা চাওয়া হয় বাদী সিমি’র কাছে। জানানো হয় অপু বিশ্বাসের পক্ষ থেকে এটি চাওয়া হয়েছে। দর কষাকষির পর চ্যানেলটি ফিরে পাওয়ার আশায় হিরো আলমকে ৫ লাখ টাকা দেওয়া হয়। টাকা পেয়ে চ্যানেলটি ফিরিয়ে দেন তারা। কিন্তু বাদী দেখতে পান, তার চ্যানেলে থাকা ভিডিওগুলো নেই।
এরপর বিষয়টি অপু বিশ্বাস ও হিরো আলমকে জানান সিমি। কিন্তু তারা ভিডিওগুলো ফিরিয়ে দেওয়ার নাম করে কালক্ষেপণ করেন। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই চলচ্চিত্র প্রযোজক সমিতিতেও কথা বলা হয়। কিন্তু কোনো সমাধান না হওয়া বাধ্য হয়েই আদালতের দ্বারস্থ হন সিমি। মামলা প্রসঙ্গে সিমি ইসলাম কলি বলেন, এই চ্যানেলটি নিয়ে বহুদিনে ধরেই আমি অপুর কাছে গিয়েছি। চ্যানেলটি ফিরিয়ে দেওয়ার জন্য তাকে বহুবার অনুরোধ করেছি। কিন্তু কোনো লাভ হয়নি। আমি খসরু (প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু) ভাইকেও বলেছি। তিনিও আমার হয়ে অপুর সঙ্গে কথা বলেছেন। তার কথাও অপু রাখেননি। এর মধ্যে একদিন হিরো আলম আমাকে ফোন করে বলে, সে বিষয়টি সমাধান করে দিবে। তার কথায় আমি রাজি হলে সে অপুর সঙ্গে কথা বলবে। আমার মনে হয়, অপুই তাকে ফোন দিতে বলেছে আমাকে। এরপর টাকার বিনিময়ে চ্যানেলটি ফিরে পেলেও ভিডিওগুলো সরিয়ে নেওয়া হয়।
সিমি আরও বলেন, এক পর্যায়ে বিষয়টি হিরো আলমকে জানালে সে বলে, দেখছি কী করা যায়। এরপর আর তার কোনো খবর নেই। অপু সঙ্গে যোগাযোগ করেও কোনো লাভ হয়নি। তাই আমি আদালতে গিয়েছি। আদালত থেকে আমার মামলাটি তদন্ত করার জন্য তেজগাঁও থানাকে বলা হয়েছে। আগামী মাসের ১১ তারিখ বিবাদীদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।