Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগহবিগঞ্জহবিগঞ্জে অসময়ে ব্যাপক ‘শিলাবৃষ্টি’

হবিগঞ্জে অসময়ে ব্যাপক ‘শিলাবৃষ্টি’

নিজস্ব প্রতিবেদক,

 

হবিগঞ্জ জেলার বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে ‘শিলাবৃষ্টি’ হয়েছে। এতে রোপা আমনের ক্ষয়ক্ষতি না হলেও একটি পাঁচতলা ভবনের কিছু কাচ ভেঙে পড়েছে বলে জানা গেছে।

 

মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টা পর্যন্ত হবিগঞ্জ সদর ও বানিয়াচং উপজেলার ওপর দিয়ে শিলাসহ বৃষ্টিপাত ও ধমকা হাওয়া বয়ে যায়।

 

সরেজমিনে উপজেলার জাতুকর্ণ পাড়ায় দেখা যায়, প্রায় আধাঘণ্টা ধরে পড়া শিলাবৃষ্টিতে রাস্তা ও বাড়ির উঠানে পুরো স্তূপ পড়েছে। বৃষ্টির পর স্থানীয় লোকজন সেগুলো তুলে পাত্রে রাখছেন।

 

বানিয়াচং উপজেলার চিকিৎসক আদনান খান জানান, উপজেলার নতুন বাজার এলাকায় টানা আধা ঘণ্টা ধরে শিলাবৃষ্টি হয়। এতে কয়েকটি বাড়ির জানালার কাচ ফেটে গেছে।

 

তবে এ শিলাবৃষ্টিতে রোপা আমনের তেমন ক্ষতি হবে না বলে জানান উপজেলার কৃষক আব্দুস ছামাদ মিয়া। তিনি বলেন, এখনও ধানের চারায় শিষ জন্ম নেয়নি। তাই শিলাবৃষ্টিতে তেমন ক্ষয়ক্ষতি হবে না। তবে বাতাসে ধানের চারা নুয়ে পড়লে ক্ষতি হতে পারে।

 

হবিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, বোরো ধানের মৌসুমে সাধারণত শিলাবৃষ্টি হয়ে থাকে। এবার আমনের মৌসুমে অসময়ে শিলাবৃষ্টি হয়েছে। তবে এতে রোপা আমনের তেমন ক্ষতি হবে না।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments