Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগহবিগঞ্জহবিগঞ্জে যু*বককে কু*পিয়ে হ*ত্যার দায়ে একজনের যা*বজ্জীবন

হবিগঞ্জে যু*বককে কু*পিয়ে হ*ত্যার দায়ে একজনের যা*বজ্জীবন

বিশেষ প্রতিনিধি,

হবিগঞ্জে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় দুই সহোদরের একজনকে যাবজ্জীবন ও অন্যজনকে এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ২–এর বিচারক মো. ইয়াছির আরাফাত এ রায় দেন।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন- বানিয়াচং উপজেলায় চন্ডিপুর গ্রামের গুরুচরণ বিশ্বাসের ছেলে পরিমল বিশ্বাস ও রথীন্দ্র বিশ্বাস। এই রায়ে পরিমলকে যাবজ্জীবন কারাদণ্ড, এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রথীন্দ্রকে দেওয়া হয়েছে এক বছরের সশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড।

 

আসামিদের উপস্থিতিতে এই রায় দেন বিচারক। পরে দণ্ডপ্রাপ্তদের হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

 

মামলার বিবরণে জানা যায়, চন্ডীপুর গ্রামের মৃত লাল মোহন বিশ্বাসের ছেলে রঞ্জু বিশ্বাসের সঙ্গে পরিমল ও তাঁর ভাই রথীন্দ্রের পূর্ব বিরোধ ছিল। এর জেরে ২০১০ সালের ২২ মার্চ দুই ভাই তাঁকে কুপিয়ে হত্যা করেন।

 

এ ঘটনায় নিহত রঞ্জু বিশ্বাসের ভাই রতিশ বিশ্বাস বানিয়াচং থানায় হত্যা মামলা দায়ের করলে একই বছরের ৮ জুন পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। ১০ জনের সাক্ষ্য নেওয়া শেষে রায় দেওয়া হয়েছে।

 

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হাবিবুর রহমান সরকার পক্ষের আইনজীবী ছিলেন। তিনি এ রায়ে বাদীপক্ষের সন্তোষ্টির কথা জানিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments