স্পোর্টস ডেস্ক,
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) তৃতীয় রাউন্ডে সিলেটকে ম্যাচ জেতালেন পেসার রেজাউর রহমান রাজা। বল নয় ব্যাট হাতে কারিশমা দেখালেন এই তরুণ।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে রংপুর বিভাগের বিপক্ষে সিলেটের লক্ষ্য ঠিক হয় ১৯০ রান। তৃতীয় দিন শেষে সিলেটের স্কোরবোর্ডে ২ উইকেটে ৫১। ২৮ রান করা পিনাক ঘোষের সাথে নাইট ওয়াচম্যান হিসেবে ১ রানে অপরাজিত ছিলেন রেজাউর রহমান রাজা।
তবে আজ (৫ নভেম্বর) চতুর্থ দিন রেজাই হয়ে গেলেন ব্যাট হাতে জয়ের নায়ক।
পিনাক ঘোষ আজ আউট হয়েছেন ৪২ রান করে। তবে অমিত হাসানের (৩৭*) সাথে আরও একটা ভালো জুটি গড়েন রাজা।১১৭ বলে ৫ চার ১ ছক্কায় ৫৯ রান করে তবেই ফিরলেন সাজঘরে। ততক্ষণে দলের জয়টা হয়ে গেছে সহজ।
বাকি কাজ অমিত হাস্না, আসাদুল্লাহ আল গালিবরা (২৩*) অনায়েসেই সেরেছেন। ৬৫ ওভারেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় সিলেট, হারাতে হয়েছে ৬ উইকেট।
দলকে ৪ উইকেটের জয় এনে দেওয়ার পথে ব্যাত হাতে ক্যারিয়ারের প্রথম ফিফটি রাজার। বল হাতেও নিয়েছেন ৩ উইকেট, পেয়েছেন ম্যাচ সেরার পুরষ্কার।
এর আগে প্রথম ইনিংসে রংপুর করে ১৫৮ রান। জবাবে সিলেট প্রথম ইনিংসে করে ১৮৯ রান। দ্বিঈয় ইনিংসে রংপুর থামে ২২০ রানে। ফলে সিলেটের জন্য লক্ষ্য ঠিক হয় ১৯০ রান।
তিন ম্যাচে দুই জয়, এক ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে এখন সিলেট।