Saturday, November 23, 2024
Homeখেলাধুলাফুটবলশ্রীমঙ্গলে প্রাইজমানি ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন পশ্চিম ভাড়াউড়ার বর্নিল স্পোটিং ক্লাব

শ্রীমঙ্গলে প্রাইজমানি ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন পশ্চিম ভাড়াউড়ার বর্নিল স্পোটিং ক্লাব

 

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি:

শ্রীমঙ্গল খাইছড়া চা বাগান মাঠে প্রাইজমানি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩ নভেম্বর) বিকেল ৪টায় শ্রীমঙ্গল উপজেলার খাইছড়া চা-বাগান মাঠে হবিগঞ্জ জেলার

বৃন্দাবন চা বাগান ও শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম ভাড়াউড়া বর্নিল স্পোটিং ক্লাবের মধ্যে প্রাইজ মানি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

 

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে শ্রীমঙ্গলের পশ্চিম ভাড়াউড়া বর্নিল স্পোটিং ক্লাব। প্রথমার্ধে পশ্চিম ভাড়াউড়া বর্নিল স্পোটিং ক্লাব ২-০ গোলে এগিয়ে থেকে প্রথময়ার্ধ শেষ করে। দ্বিতীয়ার্ধে বৃন্দাবন চা বাগান গোলের জন্য মরিয়া হয়ে উঠে গোল করতে পারেনি, উল্টো আরও ২ গোল হজম করে শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পশ্চিম ভাড়াউড়ার বর্নিল ক্লাব। পশ্চিম ভাড়াউড়া দলের অধিনায়ক জাতীয় ফুটবলার ও ঢাকা ব্রাদার্স ইউনিয়নের খেলোয়াড় শ্রীমঙ্গলের সন্তান মাহবুবুর রহমান সুফিল ফাইনাল একাই দুই গোল করেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের মাহবুবুর রহমান সুফিল। ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের স্যামুয়েল।

খেলার শুরু থেকে শেষ পর্যন্ত মনোমুগ্ধকর কাউন্টার এটাকিং ফুটবল খেলা প্রদর্শন করে দেশের জাতীয় ও স্থানীয় খেলোয়াররা। তাদের নৈপূণ্যময় ফুটবল খেলা প্রদর্শনে মুগ্ধ হন হাজার হাজার দর্শক।

 

ফাইনাল খেলায় কালীঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পরাগ বাড়ই এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ভাড়াউড়া চা বাগানের ম্যানেজার মো: সাদিকুর রহমান। চ্যাম্পিয়ন দলকে প্রথম পুরস্কার হিসেবে ২৫ হাজার টাকার প্রাইজমানি ও চ্যাম্পিয়ন ট্রফি এবং রানারআপ দলকে দ্বিতীয় পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা ও রানার্সআপ ট্রফি তুলে দেয়া হয়।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাইছড়া চা বাগানের ডেপুটি এসিস্ট্যান্ট ম্যানেজার সানজিদ রহমান সিজান, শ্রীমঙ্গল উপজেলা রেফারি সমিতির সভাপতি সজল কান্তি দেব।

খেলা পরিচালনা করেন মো আবুল কাশেম, মিজানুর রহমান, মো: এমাদুর রহমান ও সুদর্শন দাশ।

খেলার ধারা বিবরণীতে ছিলেন সিরাজুল ইসলাম সেলু।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments