সাজ্জাদ মাহমুদ মনির, সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ
ছাতকের বৃহত্তর সুরমার উত্তরাঞ্চল নিয়ে গঠিত উত্তর সুরমা ইসলামী সাংস্কৃতিক ফোরাম সূচনালগ্ন থেকেই ইসলামের সংস্কৃতি লালন করে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় ২সেপ্টেম্বর ২০২৩ তারিখে গরীব ও এতিম বাচ্চাদের ফ্রি খৎনা অনুষ্ঠান সম্পন্ন করে। এতে ষাটোর্ধ বাচ্চাদের খৎনা করানো হয়।
উক্ত অনুষ্ঠান দোয়ার মাধ্যমে উদ্বোধন করেন গনেশপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা শায়েখ আব্দুল হান্নান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালারুকা লতিফিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাহবুবুর রহমান তাজুল, দশঘর রাজ্জাকিয়া দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা আবুল লেইছ ফারুকী, নোয়ারাই ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার খান মখন, ছাতক পৌরসভার ১নং ওয়ার্ড কমিশনার হাজী নাজিমুল হক, গাবুরগাও দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা কবির আহমদ লতিফী, লক্ষিবাউর বাজার দাখিল মাদরাসার সুপার মাওলানা জুয়েল আহমদ জামিল, নোয়ারাই ইসলামপুর মাদ্রাসার শিক্ষক মাওলানা জহুর আহমদ, মাওলানা মুহিবুর রহমান উসমান, মাওলানা আব্দুল মান্নান, হাফিজ তাহের আলম, মাওলানা মখদ্দুছ আলী, নোয়ারাই ইসলামপুর জামে মসজিদের ইমাম খতিব মাওলানা গোলাম মোস্তফা, ফকিরটিল্লা শাহজালাল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোসাদ্দেক হোসেন লতিফী, সুনামগঞ্জ জেলা তালামীযের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা তোফায়েল আহমদ মিনার সহ ফোরাম এর সকল দায়িত্বশীলবৃন্দ।
উপস্থিত অতিথিবৃন্দ ফোরামের ব্যতিক্রমী এমন কাজের প্রশংসামুখর অভিব্যক্তি প্রকাশ করেন। আগত অতিথিবৃন্দ, শুভাকাঙ্ক্ষী-সহ উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ফোরামের সভাপতি মোঃ মুরাদ আহমদ ও সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আল-আমীন।