নিজস্ব প্রতিবেদক,
হবিগঞ্জে ৫টি বাগানের চা শ্রমিকের মাঝে চাল বিতরণ করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে ৪১৫০ জন চা শ্রমিকের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
হবিগঞ্জ জেলার ন্যাশনাল টি কোম্পানি (এনটিসি) ৫টি বাগান হলো- জগদীশপুর চা বাগান, তেলিয়াপাড়া চা বাগান, চণ্ডীছড়া চা বাগান, সাতছড়ি চা বাগান ও পারকুল চা বাগান।
জানা গেছে, গত ৭ সপ্তাহের মজুরি বকেয়া থাকার কারণে চা শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য বাগানের ভেতরে শান্তিপূর্ণভাবে কর্মবিরতি পালন করে আসছিলেন। আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) পর্যন্ত এনটিসি চা বাগানগুলোতে বেতনের বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি।
এদিকে, আগামী ৩ নভেম্বর চা শ্রমিকরা আবারো তাদের বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন করবেন বলে জানা গেছে। তবে, মালিকপক্ষ চা শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করলে চা শ্রমিকরা কাজে যোগদান করবেন বলে জানা গেছে।