নিজস্ব প্রতিবেদক,
মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় সদর উপজেলার ৮ নম্বর কনকপুর ইউপি চেয়ারম্যান রুবেল উদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার ভোরে কনকপুর ইউপির পতন গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, রুবেল উদ্দিন আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলায় সরাসরি জড়িত ছিলেন। আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মিলিত হয়ে সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে ছাত্রদের ওপর হামলা চালান। তিনি মৌলভীবাজার-৩ আসনে আওয়ামী লীগের সাবেক এমপি জিল্লুর রহমানের ঘনিষ্ট ছিলেন। বিগত জাতীয় সংসদ নির্বাচনে তাকে জিল্লুর রহমানের পক্ষে কাজ করতে দেখা যায়। এছাড়াও রুবেল উদ্দিন কনকপুর ইউপির ভেতরে সুইমিংপুল বানিয়ে সাধারণ মানুষের সমালোচনার মুখে পড়েন।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে গ্রেফতার করে মডেল থানায় হস্তান্তর করেছে র্যাব