Friday, November 8, 2024
Homeখেলাধুলাদেশে পৌঁছেছে সাফজয়ী বাংলাদেশ দল

দেশে পৌঁছেছে সাফজয়ী বাংলাদেশ দল

 

ক্রীড়া প্রতিবেদক,

 

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৪,

 

ছবি: সংগৃহীত

 

নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে শিরোপাজয়ী নারী দল ঢাকায় পৌঁছেছে।

 

বিজি-৩৭২ ফ্লাইটযোগে হজরত শাহজালাল (রা:) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ দল। সেখানে ব্রিফিং অনুষ্ঠিত হবে। এরপর ফুটবলার, কোচ ও তাদের সঙ্গে থাকা কর্মকর্তারা ছাদখোলা বাসে পাবেন সংবর্ধনা।

 

দুই বছর আগেও নেপালকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় নিয়ে ফিরেছিল সাবিনারা। ফুলের শুভেচ্ছায় উষ্ণ অভ্যর্থনার পর তারা ছাদখোলা বাসে উঠেছিল।

 

এবারো কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বুধবার সন্ধ্যায় গ্যালারি ভর্তি দর্শক উপভোগ করছেন টানটান উত্তেজনাপূর্ণ এক ফাইনাল। আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ ও নেপাল।

 

মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমার চোখ ধাঁধানো নিশানাভেদে শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে বাঘিনীরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments