Friday, November 22, 2024
Homeসিলেট বিভাগসুনামগঞ্জশাল্লায় শিক্ষা কর্মকর্তার বি*রুদ্ধে আবারো বিক্ষো*ভ মিছিল

শাল্লায় শিক্ষা কর্মকর্তার বি*রুদ্ধে আবারো বিক্ষো*ভ মিছিল

শাল্লা প্রতিনিধি,

 

বেশ কিছুদিন আগে সাংবাদিকদের নামে অপপ্রচার চালিয়েছিল শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুস সালাম। গতকাল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান মুন্নাকে নিয়ে আরেকটি মিথ্যা,বানোয়াট ও বিভ্রান্তিমূলক বক্তব্য ছড়িয়েছেন তিনি। এসব অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ছাত্রদল ও সাধারণ জনতা। ৩০ অক্টোবর বুধবার দুপুর বারোটায় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শহীদ মিনারে এক প্রতিবাদ সভায় মিলিত হন বিক্ষোভকারীরা।

 

উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মারুফ হাসান ডালিমের পরিচালনায় ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইদ হোসেন সাগরের সভাপতিত্বে প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়েছে। এসম বক্তব্য প্রদান করেন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম এরশাদ,যুগ্ম আহ্বায়ক মোঃ শওকত মিয়া,ছাত্র সমন্বয় মোঃ খয়েস মিয়া,রাকিম মিয়া প্রমুখ।

 

এসময় বক্তারা বলেন শিক্ষা অফিসার আব্দুস সালাম স্বৈরাচারের দোসর হয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দুর্নীতি করেছে। সাময়িক বরখাস্ত হওয়া সহ বিভিন্ন শাস্তির আওতায় এসেছিল। বক্তারা বলেন সালাম এলাকায় বলে বেড়াচ্ছে দুর্নীতি করে টাকা কামানো,সেই টাকা দিয়ে শাস্তি আটকাবো। সে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়ে এলাকায় বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করে রেখেছে। ছাত্রদলের নামে অপপ্রচার চালাচ্ছে। আমরা শুধু তার বদলি চাচ্ছি না। আমরা তার শাস্তির দাবি জানাচ্ছি। প্রশাসনের প্রতি আস্থা রেখে বক্তারা বলেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হউক।

 

প্রসঙ্গত এর আগেও ভাড়াটিয়া কিছু লোক দিয়ে স্থানীয় দু’জন সাংবাদিককে হত্যা পরিকল্পনা করেছিল শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুস সালাম। এর প্রতিবাদেও বিক্ষোভ মিছিল ও শিক্ষা অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছিল স্থানীয় সাংবাদিকেরা ও ছাত্র-জনতা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments