Saturday, November 23, 2024
Homeসিলেট বিভাগসিলেটকনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় প্রথম দিনে উত্তীর্ণ ৯৯২

কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় প্রথম দিনে উত্তীর্ণ ৯৯২

 

জেলা প্রতিনিধি,

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৪,

সিলেটে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা প্রথমদিনে ৯৯২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। এক হাজার ৭৩৬ জন প্রার্থীর মধ্যে প্রাথমিক যাচাই-বাছাই শেষে তারা উত্তীর্ণ হন।

 

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে সিলেট জেলা পুলিশ লাইনসে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়।

 

রাতে সিলেট জেলা পুলিশের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. সম্রাট তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

 

সিলেট জেলা পুলিশ জানায়, ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে সিলেট জেলায় দুই হাজার ২৪৮ জন চাকরিপ্রত্যাশী অনলাইনে আবেদন করেন। আজ উপস্থিত ছিলেন এক হাজার ৭৩৬ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৯৯২ জন। ২৯, ৩০ ও ৩১ অক্টোবর শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও পিইটি টেস্ট মাঠ বাছাই কার্যক্রম চলবে। এ তিন ধাপের পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তারা ১৭ নভেম্বর সকাল ১০টায় লিখিত পরীক্ষা অংশ নেবেন। লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তারা ২৪ নভেম্বর সকাল ১০টায় মনস্তাত্ত্বিক পরীক্ষা অংশ নেবেন।

 

সিলেট জেলা পুলিশের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার সম্রাট তালুকদার বলেন, সুষ্ঠুভাবে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের প্রাথমিক কার্যক্রম সম্পন্ন হয়েছে। প্রথম ধাপে উত্তীর্ণরা আরও দুদিন কাগজপত্র যাচাইসহ পিইটি টেস্ট কার্যক্রমে অংশ নেবেন। এরপরে যারা উত্তীর্ণ হবেন তারাই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments