সিকৃবি প্রতিনিধি,
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও গণসংযোগ কর্মকর্তার পদত্যাগসহ ৭ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কিছু শিক্ষার্থী। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও ফ্যাকাল্টিগুলোতে তালা লাগিয়ে দেন। তবে এ ঘটনায় ছাত্রলীগের ইন্ধনের অভিযোগ রয়েছে।
রোববার (২৭ অক্টোবর) সকাল ১১টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
জানা যায়, গত ২৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ব্যানার টানান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি মো. সাহেদুল ইসলাম রোমেন অনুসারীরা। ঐ ব্যানার ছিঁড়ে ফেলাকে কেন্দ্র করে ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী-সমর্থকদের সংঘর্ষ হয়। পরবর্তীতে গত ২৬ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসনও উক্ত ব্যানার ছিঁড়ে ফেলার নিন্দা জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে।
ঐ ঘটনার প্রতিবাদে ছাত্রলীগ নেতাদের ইন্ধনে ছাত্রলীগের কর্মী-সমর্থক ও কিছু সাধারণ শিক্ষার্থী ছাত্রদল কর্তৃক শিক্ষার্থীদের ওপর হামলা ও উক্ত হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবস্থানের বিরুদ্ধে কর্মসূচি পালন করে বলে জানা যায়।
উদ্ভূত পরিস্থিতি নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসন আলোচনায় বসেছেন বলে জানা যায়। বর্তমানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছেন।