Friday, November 8, 2024
Homeইসলামসিলেটে খেলাফত মজলিসের স*মাবেশ ও গ*ণমিছিল

সিলেটে খেলাফত মজলিসের স*মাবেশ ও গ*ণমিছিল

 

সিলেট প্রতিনিধি,

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৪,

 

সিলেট মহানগরীর ঐতিহ্যবাহী রেজিস্ট্রারি মাঠে খেলাফত মজলিস সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে বৈষম্য, দুর্নীতি ও ফ্যাসিবাদমুক্ত ইসলামী সমাজ প্রতিষ্ঠার দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৬ অক্টোবর) খেলাফত মজলিসের সমাবেশ পরবর্তী গণমিছিল অনুষ্ঠিত হয়।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, মিছিলটি রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানা পয়েন্টে এসে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ, নায়েবে আমীর প্রিন্সিপাল মাওলানা শায়খ মজদুদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব মুহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, যুগ্ম মহাসচিব মোহাম্মদ মুনতাসির আলী, সিলেট জেলা শাখার সভাপতি প্রিন্সিপাল মাওলানা নেহাল আহমদ, মহানগর শাখার সভাপতি হাফেজ তাজুল ইসলাম হাসানসহ দলীয় অন্যান্য নেতাকর্মীরা।

 

সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিবাদী সরকারের বিগত ১৬ বছরের শাসন আমলে সবচেয়ে নিগৃহীত বা জেল জুলুমের শিকার হয়েছে এদেশের আলেম সমাজ। তাই দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে এদেশে কোরআনের শাসন তথা খেলাফত প্রতিষ্ঠায় হবে মূল লক্ষ্য। এই উদ্দেশ্যকে সামনে নিয়ে দলীয় নেতাকর্মীদেরকে সাধারণ মানুষের কাছে অধিকভাবে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়াই হবে মূল উদ্দেশ্য।

 

বক্তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করেন ঢালাওভাবে দেশের সব কিছু এক সঙ্গে সংস্কার না করে প্রশাসনিক কাঠামো, শিক্ষা ব্যবস্থা ও নির্বাচন কমিশনের সংস্কার করে অতি দ্রুত সাধারণ নির্বাচনের রোড ম্যাপ প্রকাশ করে সাধারণ মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিন।

 

খেলাফত মজলিস সিলেট জেলা ও মহানগর শাখার সমাবেশ, সমাবেশ পরবর্তী গণ মিছিল শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সমাবেশ স্থলে আইনশৃঙ্খলা রক্ষাকরী বাহিনীর সদস্য মোতায়েন ছিল। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা পরিলক্ষিত হয়নি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments